বাংলাদেশ অপ্রত্যাশিত বৈশ্বিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী 

শাবিপ্রবি প্রতিনিধি
Thumbnail image

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিনিয়তই প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত বৈশ্বিক দুর্যোগের সম্মুখীন হতে হচ্ছে। যা আমাদের দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।’ 

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রয়োজন এমন সব ইঞ্জিনিয়ারদের যারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং টেকসই উন্নয়নে ভূমিকা রেখে যাবে। যারা দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ডিজাইন এবং স্থাপনা নির্মাণ করতে পারবে।’ 

আজ বৃহস্পতিবার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই) বিভাগের রজতজয়ন্তী অনুষ্ঠানের ‘এক্সিড-২৩’ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে শাবিপ্রবির সিইই বিভাগ ক্রমবর্ধমান চাহিদার আলোকে দক্ষ ও কর্মঠ ইঞ্জিনিয়ার তৈরিতে ভূমিকা রেখে আসছে।’ 

শাবিপ্রবির ইঞ্জিনিয়াররা বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের মেগা প্রকল্প ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ, যমুনা সেতু নির্মাণ প্রকল্প, ঢাকা শহরের চারপাশে বৃত্তাকার রেলপথ নির্মাণ, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে ও পায়রা সেতু নির্মাণসহ বিভিন্ন টেকসই পরিবেশ প্রকল্পে এই বিভাগের গ্র্যাজুয়েটরা তাঁর দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।’ 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইমেরিটাস অধ্যাপক মো. শামীম জেড বসুনিয়া, শাবিপ্রবির অ্যাপ্লাইড সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন মো. আরিফুল ইসলাম। এ ছাড়া পুরো অনুষ্ঠানের সভাপতি হিসেবে সিইই বিভাগের অধ্যাপক মো. মিজবাহ উদ্দিন ও আহ্বায়ক হিসেবে অধ্যাপক মো. ইমরান কবির দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত