Ajker Patrika

সিলেটে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৬ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট ও গোয়াইনঘাট প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১: ৪০
সিলেটে মাইক্রোবাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৬ 

সিলেটে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন গোয়াইনহাট থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়া। 

তিনি জানান, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে নিহতদের সবাই সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার যাত্রী। তাঁদের মধ্যে এক নারীও রয়েছেন। 

এসআই আরও জানান, একজন এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহতদের লাশনিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তাঁরা হলেন অটোচালক মো. কালন মিয়া (৩৬)। তিনি কোম্পানীগঞ্জের ইসলামপুরের মো. শাহাজাহানের ছেলে এবং একই উপজেলার কালাবাড়ী গ্রামের মৃত আছদ্দর আলীর ছেলে কাজী আমির উদ্দিন (৩৯)। তিনি আনোয়ারা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের নিকাহ রেজিস্ট্রার। 

পুলিশ স্থানীয়রা ও বলছে, সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে বিপরীত মুখে চলার সময় মাইক্রোবাসটির ডান পাশের চাকা ব্লাস্ট করে। এ সময় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। 

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে দুজনের নাম-পরিচয় পাওয়া গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত