পাসপোর্ট আইনে সিলেটে বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা 

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ২১: ৪২
Thumbnail image

সিলেটের কানাইঘাটে অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার পুলিশ বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। পাসপোর্ট আইনে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার মামলার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে এসআই পিযুষ চন্দ্র সিংহ বাদী হয়ে মামলা করেন। 

এর আগে গত শুক্রবার রাতে কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করে বিজিবি। পরদিন শনিবার তাঁকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়। পুলিশ তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করলে সিলেটের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট–১ আলমগীর হোসাইন কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত