অনলাইন ডেস্ক
মালদ্বীপে নিষিদ্ধ বা প্রয়োজনীয় কিছু পণ্য রপ্তানিতে নতুন করে বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। গত মঙ্গলবার ভারত এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের বিজ্ঞপ্তি অনুসারে, এই পণ্যগুলো শুধু চারটি মনোনীত শুল্ক স্টেশন—মুন্দ্রা সমুদ্র বন্দর, তুতিকোরিন সমুদ্র বন্দর, (জেএনপিটি) এবং আইসিডি তুঘলকাবাদের মাধ্যমে রপ্তানির জন্য অনুমোদিত হবে।
এর আগে ৫ এপ্রিল, চলতি অর্থবছরের জন্য মালদ্বীপে আলু, পেঁয়াজ, ডিম, চাল, গমের আটা, চিনিসহ ৯টি পণ্যের নির্দিষ্ট পরিমাণ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ভারত।
উল্লেখ্য, ১৯৮১ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর হওয়ার পর থেকে প্রয়োজনীয় পণ্যের অনুমোদিত পরিমাণের দিক থেকে এটিই সর্বোচ্চ।
মালদ্বীপের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল নদীর বালি এবং পাথরের জন্য নির্ধারিত কোটা ২৫ শতাংশ বাড়িয়ে ১০ লাখ টন করা হয়েছে।
ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা এবং ডালের কোটাও বাড়ানো হয়েছে।
তা ছাড়া, গত বছর ভারত থেকে এই পণ্যগুলো রপ্তানির ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মালদ্বীপে চাল, চিনি ও পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে।
মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারত তার প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার নীতির অংশ হিসেবে মালদ্বীপে মানবকেন্দ্রিক উন্নয়নে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং পরে নয়াদিল্লির সমালোচনা করেছিলেন।
মালদ্বীপে নিষিদ্ধ বা প্রয়োজনীয় কিছু পণ্য রপ্তানিতে নতুন করে বন্দর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। গত মঙ্গলবার ভারত এই নিষেধাজ্ঞা আরোপ করে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের বিজ্ঞপ্তি অনুসারে, এই পণ্যগুলো শুধু চারটি মনোনীত শুল্ক স্টেশন—মুন্দ্রা সমুদ্র বন্দর, তুতিকোরিন সমুদ্র বন্দর, (জেএনপিটি) এবং আইসিডি তুঘলকাবাদের মাধ্যমে রপ্তানির জন্য অনুমোদিত হবে।
এর আগে ৫ এপ্রিল, চলতি অর্থবছরের জন্য মালদ্বীপে আলু, পেঁয়াজ, ডিম, চাল, গমের আটা, চিনিসহ ৯টি পণ্যের নির্দিষ্ট পরিমাণ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল ভারত।
উল্লেখ্য, ১৯৮১ সালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক কার্যকর হওয়ার পর থেকে প্রয়োজনীয় পণ্যের অনুমোদিত পরিমাণের দিক থেকে এটিই সর্বোচ্চ।
মালদ্বীপের নির্মাণ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাঁচামাল নদীর বালি এবং পাথরের জন্য নির্ধারিত কোটা ২৫ শতাংশ বাড়িয়ে ১০ লাখ টন করা হয়েছে।
ডিম, আলু, পেঁয়াজ, চাল, গমের আটা এবং ডালের কোটাও বাড়ানো হয়েছে।
তা ছাড়া, গত বছর ভারত থেকে এই পণ্যগুলো রপ্তানির ওপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারত মালদ্বীপে চাল, চিনি ও পেঁয়াজ রপ্তানি অব্যাহত রেখেছে।
মালদ্বীপে ভারতীয় হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, ভারত তার প্রতিবেশীকে অগ্রাধিকার দেওয়ার নীতির অংশ হিসেবে মালদ্বীপে মানবকেন্দ্রিক উন্নয়নে সমর্থন দেওয়ার ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দায়িত্বভার গ্রহণ করার পর থেকে ভারত ও মালদ্বীপের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিদ্যমান। কারণ, তিনি প্রেসিডেন্ট নির্বাচনের সময় এবং পরে নয়াদিল্লির সমালোচনা করেছিলেন।
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর ২২ জন নারীর জন্য যৌথভাবে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। গত জুনে শুরু হয় এই প্রশিক্ষণ কোর্স।
৫ ঘণ্টা আগেবাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তারিখভিত্তিক এর অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যা অনুমোদন করা হয়েছে গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। তৃতীয় প্রান্তিকে ব্যাংক কর পরবর্তী নিট মুনাফায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
৫ ঘণ্টা আগেচলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাস পর্যন্ত কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশের ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ইমো। স্বচ্ছতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিয়ে ইমোর অব্যাহত প্রতিশ্রুতির জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া হয়। অক্টোবরে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাস চলাকাল
৫ ঘণ্টা আগে