রেস্তোরাঁসহ কিছু পণ্য ও সেবার ভ্যাট কমানোর কথা ভাবছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
ফাইল ছবি

মূল্য সংযোজন কর বা ভ্যাট বাড়ানোর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। এর মধ্যেই রেস্তোরাঁর ভ্যাট পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

আজ বুধবার এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মশিউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি পণ্য ও সেবার ওপর আরোপিত ভ্যাটও পুনর্বিবেচনা করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এনবিআর বলছে, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পাঠানো পত্র জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বসহকারে পর্যালোচনা করে এ খাতে ভ্যাট হার পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায়, ভ্যাটের আওতাসহ রাজস্ব বৃদ্ধি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমিতির বিশেষ সহযোগিতা কামনা করেছে এনবিআর।

এর আগে গত ৯ জানুয়ারি শতাধিক পণ্য ও সেবায় বিভিন্ন হারে নতুন ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করা হয়। এ নিয়ে ব্যবসায়ী মহল ব্যাপক আপত্তি জানায়। এর পরিপ্রেক্ষিতে এলপিজিতে ভ্যাট সাড়ে ৭ শতাংশ প্রত্যাহার করা হয়। এবার রেস্তোরাঁতেও পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আরও কয়েকটি পণ্য ও সেবায় ভ্যাট হার পরিবর্তন করা হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

আরও পড়ুন—

অধ্যাদেশ জারি করে অর্ধশত পণ্যে শুল্ক ও কর বাড়াল সরকার

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির সিলিন্ডারে বাড়ল ৫ টাকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত