ডিসিসিআইয়ের বাজেট আলোচনা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কসহ বাণিজ্য ও বিনিয়োগসংশ্লিষ্ট জটিলতা দূর করতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তাঁরা আসন্ন বাজেট যেন ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে অনুষ্ঠিত বাজেট আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক সাময়িকভাবে স্থগিত থাকলেও এই জটিলতা নিরসনে অবিলম্বে টাস্কফোর্স গঠন জরুরি। ডিসিসিআইসহ বেসরকারি খাতের প্রতিনিধিদের যুক্ত করে সরকারকে আলোচনায় বসতে হবে। পাশাপাশি শুল্ককাঠামোকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বল্পমেয়াদে আমানত সংগ্রহ করে দীর্ঘ মেয়াদে ঋণ প্রদান কখনো টেকসই হয় না। বিনিয়োগ সম্প্রসারণের জন্য কার্যকর এবং সহায়ক কর নীতিমালা প্রণয়ন করতে হবে, যেখানে আমরা বেশ পিছিয়ে রয়েছি।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, সংকোচনমুখী নীতির কারণে বেসরকারি বিনিয়োগ থেমে আছে। করকাঠামো সহজ না হলে এই স্থবিরতা কাটবে না।
এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি মীর নাছির হোসেন বলেন, ব্যবসায় ব্যয় বাড়ছে। গ্যাস-বিদুতের সরবরাহ, জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কৃচ্ছ্র কেবল বেসরকারি খাতের জন্য নিলেই হবে না। সরকারের মধ্যেও কৃচ্ছ্র প্রয়োজন।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, এ মুহূর্তে ব্যবসা খাত চাপে রয়েছে। ঋণের সুদহার কমানো, মন্দ ঋণ কমাতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারে নীতিগত সহায়তা জরুরি।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর কমানোর সীমাবদ্ধতা থাকলে, করসেবা সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমদানিকারকদের গ্রিন চ্যানেল সুবিধাও বিবেচনায় আছে।
ব্যবসায়ীদের দাবি, এই বাজেট থেকে এমন একটি বার্তা আসুক, যা অর্থনীতিকে গতিশীল করতে সক্ষম হবে। এ জন্য কার্যকর টাস্কফোর্স গঠন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর সবাই জোর দেন।
যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কসহ বাণিজ্য ও বিনিয়োগসংশ্লিষ্ট জটিলতা দূর করতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তাঁরা আসন্ন বাজেট যেন ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
রোববার রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) আয়োজনে অনুষ্ঠিত বাজেট আলোচনা সভায় এই আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ পাল্টা শুল্ক সাময়িকভাবে স্থগিত থাকলেও এই জটিলতা নিরসনে অবিলম্বে টাস্কফোর্স গঠন জরুরি। ডিসিসিআইসহ বেসরকারি খাতের প্রতিনিধিদের যুক্ত করে সরকারকে আলোচনায় বসতে হবে। পাশাপাশি শুল্ককাঠামোকে সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনারও পরামর্শ দেন তিনি।
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বল্পমেয়াদে আমানত সংগ্রহ করে দীর্ঘ মেয়াদে ঋণ প্রদান কখনো টেকসই হয় না। বিনিয়োগ সম্প্রসারণের জন্য কার্যকর এবং সহায়ক কর নীতিমালা প্রণয়ন করতে হবে, যেখানে আমরা বেশ পিছিয়ে রয়েছি।’
এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু বলেন, সংকোচনমুখী নীতির কারণে বেসরকারি বিনিয়োগ থেমে আছে। করকাঠামো সহজ না হলে এই স্থবিরতা কাটবে না।
এফবিসিসিআইয়ের আরেক সাবেক সভাপতি মীর নাছির হোসেন বলেন, ব্যবসায় ব্যয় বাড়ছে। গ্যাস-বিদুতের সরবরাহ, জ্বালানি নিরাপত্তা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার। কৃচ্ছ্র কেবল বেসরকারি খাতের জন্য নিলেই হবে না। সরকারের মধ্যেও কৃচ্ছ্র প্রয়োজন।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, এ মুহূর্তে ব্যবসা খাত চাপে রয়েছে। ঋণের সুদহার কমানো, মন্দ ঋণ কমাতে আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য পুঁজিবাজারে নীতিগত সহায়তা জরুরি।
এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, কর কমানোর সীমাবদ্ধতা থাকলে, করসেবা সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমদানিকারকদের গ্রিন চ্যানেল সুবিধাও বিবেচনায় আছে।
ব্যবসায়ীদের দাবি, এই বাজেট থেকে এমন একটি বার্তা আসুক, যা অর্থনীতিকে গতিশীল করতে সক্ষম হবে। এ জন্য কার্যকর টাস্কফোর্স গঠন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ওপর সবাই জোর দেন।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৭ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৭ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৮ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৮ ঘণ্টা আগে