Ajker Patrika

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগ

ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগে চুক্তি স্বাক্ষর হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের ট্রানজেকশন অ্যাডভাইজার নিয়োগে চুক্তি স্বাক্ষর হয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ পিপিপি প্রকল্পের জন্য ট্রানজেকশন অ্যাডভাইজার সেবা প্রদানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এই চুক্তি স্বাক্ষরিত অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (রুটিন দায়িত্ব) জনাব রশিদুল হাসান। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং আইআইএফসি-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব একেএম ফজলুল হক চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং আইআইএফসি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত