আর্থিক প্রতিষ্ঠানেও বাড়ল সুদহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ১২: ৩২

ব্যাংক খাতের পর এবার আর্থিক প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিগুলোতেও কমানো হয়েছে ঋণের করিডর রেট। এখন থেকে এসব প্রতিষ্ঠান ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবে। আর আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ করিডর হবে ২ শতাংশ। এর আগে ঋণের করিডর ছিল ৫ দশমিক ৫০ শতাংশ আর আমানতের ক্ষেত্রে করিডর ছিল ২ দশমিক ৫০ শতাংশ। সেই হিসাবে আগের ঋণ ও আমানতে করিডর রেট দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছে। এপ্রিল মাসের জন্য স্মার্ট সুদের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। সেই সঙ্গে ৫ শতাংশ যোগ করে ঋণের সুদ হবে ১৫ দশমিক ৫৫ শতাংশ। আর করিডর ২ শতাংশ যোগ করে আমানতের সুদ ১২ দশমিক ৫৫ শতাংশ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমানতে সুদ বা মুনাফা মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ নেওয়া যাবে। আর ঋণ, লিজ বা বিনিয়োগের ক্ষেত্রে সুদ বা মুনাফার হার নির্ধারণে স্মার্ট রেটের সঙ্গে সর্বোচ্চ ৫ শতাংশ নেওয়া যাবে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত