নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১০ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। এখন তা ৫০০ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ বেড়েছে প্রায় ৩০০ টাকা। ক্রেতারা একে তুলনা করছেন ‘ঝাল বাড়ার’ সঙ্গে। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে জোগান কম হওয়ায় দাম বাড়ছে।
আজ শুক্রবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার, হাতিরপুল ও মগবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
দাম হঠাৎ বাড়ার কারণ হিসেবে সেই বহু পুরোনো যুক্তিই দিচ্ছেন বিক্রেতারা। আর সেটা হলো, ‘জোগান কম’। আর এর সঙ্গে এবার যুক্ত করেছেন অতি বৃষ্টিকে।
জানতে চাইলে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফ আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে।
১০ দিন আগেও যে মরিচের দাম ছিল ২০০ টাকা, তা এখন ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে বলে তিনি জানান।
মরিচভেদে দামে কিছুটা হেরফের আছে জানিয়ে শরিফ বলেন, ‘বিন্দু মরিচ ৪৫০ টাকায় বিক্রি করছি। তবে ঝাল বেশি হওয়ায় কারেন্ট মরিচের চাহিদা বেশি। তাই দামও বেশি। এই মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।’
একই ভাষ্য মগবাজারের সবজি বিক্রেতা রাজীব মিয়ার। তিনি বলেন, ঈদের ছুটি থাকায় বাজারে কাঁচা মরিচ কম এসেছে। এর জন্য অবশ্য বৃষ্টিও কিছুটা দায়ী।
কিন্তু তাই বলে কাঁচা মরিচের এত দাম! বিষয়টি যেন মানতেই পারছেন না কারওয়ান বাজারে সবজি কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আল মামুন।
একরাশ হতাশা নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, কী বলব বলেন? জীবনেও শুনি নাই কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা। তবে একটু নরমগুলো ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’
হাতিরপুলে বাজার করতে আসা গৃহিণী তাহমিনা বেগমও কাঁচা মরিচের এমন লাগাম ছাড়া দামে ভীষণ ক্ষুব্ধ। তার মতে, অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। এমন অস্বাভাবিক দাম কোনোভাবেই মেনে নেয়া যায় না।
দাম বাড়ার সঙ্গে ঝাল বাড়ারও তুলনা করে তিনি বললেন, ‘আপনি লেখেন- মরিচের দাম নয়, ঝাল বেড়েছে। কারণ, ঝাল বাড়লে যেমন কম খেতে হয় তেমনি দাম বাড়ায় কম কিনতে হচ্ছে।’
সবজির বাজারে কিছুটা স্বস্তি
কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়লেও সবজির বাজারে রয়েছে কিছুটা স্বস্তি। প্রায় সব সবজিই কেজিপ্রতি কমেছে ১০ থেকে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত।
করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা ঈদের ছুটির আগে ছিল ৮০ টাকা। এ ছাড়া পেঁপে ৩০ টাকা, ঢ্যাঁরস ৩৫ টাকা, কাঁকরোল ৪০ টাকা, বেগুন ৫০ টাকা এবং পোটল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবু প্রতি ডজন ৪০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম বাড়তি
কাঁচা মরিচ ছাড়া সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে রয়েছে অস্বস্তি। কারণ সেই পুরোনো অজুহাত জোগান কম থাকায় দাম কিছুটা বাড়তি। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, তবে জ্যান্ত রুই কিনতে আরও ৫০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।
বাগদা চিংড়ি ৭০০ ও গলদা ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে আইড়, চিতল, বেলে মাছ আকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।
এ ছাড়া গরু ও খাসির মাংসের দামও কিছুটা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজিতে। আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা আর ব্রয়লার ৩৫০ থেকে ৩৭০ টাকায়।
১০ দিন আগেও প্রতি কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। এখন তা ৫০০ টাকা পর্যন্ত উঠেছে। অর্থাৎ বেড়েছে প্রায় ৩০০ টাকা। ক্রেতারা একে তুলনা করছেন ‘ঝাল বাড়ার’ সঙ্গে। আর বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে জোগান কম হওয়ায় দাম বাড়ছে।
আজ শুক্রবার রাজধানীর সবচেয়ে বড় পাইকারি বাজার কারওয়ান বাজার, হাতিরপুল ও মগবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
দাম হঠাৎ বাড়ার কারণ হিসেবে সেই বহু পুরোনো যুক্তিই দিচ্ছেন বিক্রেতারা। আর সেটা হলো, ‘জোগান কম’। আর এর সঙ্গে এবার যুক্ত করেছেন অতি বৃষ্টিকে।
জানতে চাইলে কারওয়ান বাজারের সবজি বিক্রেতা শরিফ আজকের পত্রিকাকে বলেন, বৃষ্টির কারণে মরিচের সরবরাহ কমে গেছে। তাই দামও বেড়েছে।
১০ দিন আগেও যে মরিচের দাম ছিল ২০০ টাকা, তা এখন ৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে বলে তিনি জানান।
মরিচভেদে দামে কিছুটা হেরফের আছে জানিয়ে শরিফ বলেন, ‘বিন্দু মরিচ ৪৫০ টাকায় বিক্রি করছি। তবে ঝাল বেশি হওয়ায় কারেন্ট মরিচের চাহিদা বেশি। তাই দামও বেশি। এই মরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।’
একই ভাষ্য মগবাজারের সবজি বিক্রেতা রাজীব মিয়ার। তিনি বলেন, ঈদের ছুটি থাকায় বাজারে কাঁচা মরিচ কম এসেছে। এর জন্য অবশ্য বৃষ্টিও কিছুটা দায়ী।
কিন্তু তাই বলে কাঁচা মরিচের এত দাম! বিষয়টি যেন মানতেই পারছেন না কারওয়ান বাজারে সবজি কিনতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আল মামুন।
একরাশ হতাশা নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভাই, কী বলব বলেন? জীবনেও শুনি নাই কাঁচা মরিচের কেজি ৫০০ টাকা। তবে একটু নরমগুলো ৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।’
হাতিরপুলে বাজার করতে আসা গৃহিণী তাহমিনা বেগমও কাঁচা মরিচের এমন লাগাম ছাড়া দামে ভীষণ ক্ষুব্ধ। তার মতে, অতীতের সব রেকর্ড ভেঙেছে কাঁচা মরিচ। এমন অস্বাভাবিক দাম কোনোভাবেই মেনে নেয়া যায় না।
দাম বাড়ার সঙ্গে ঝাল বাড়ারও তুলনা করে তিনি বললেন, ‘আপনি লেখেন- মরিচের দাম নয়, ঝাল বেড়েছে। কারণ, ঝাল বাড়লে যেমন কম খেতে হয় তেমনি দাম বাড়ায় কম কিনতে হচ্ছে।’
সবজির বাজারে কিছুটা স্বস্তি
কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বাড়লেও সবজির বাজারে রয়েছে কিছুটা স্বস্তি। প্রায় সব সবজিই কেজিপ্রতি কমেছে ১০ থেকে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত।
করলা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে, যা ঈদের ছুটির আগে ছিল ৮০ টাকা। এ ছাড়া পেঁপে ৩০ টাকা, ঢ্যাঁরস ৩৫ টাকা, কাঁকরোল ৪০ টাকা, বেগুন ৫০ টাকা এবং পোটল ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লেবু প্রতি ডজন ৪০ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম বাড়তি
কাঁচা মরিচ ছাড়া সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও মাছের বাজারে রয়েছে অস্বস্তি। কারণ সেই পুরোনো অজুহাত জোগান কম থাকায় দাম কিছুটা বাড়তি। প্রতি কেজি রুই বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়, তবে জ্যান্ত রুই কিনতে আরও ৫০ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে।
বাগদা চিংড়ি ৭০০ ও গলদা ৮০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাইরে আইড়, চিতল, বেলে মাছ আকারভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকায়।
এ ছাড়া গরু ও খাসির মাংসের দামও কিছুটা বেড়েছে। প্রতি কেজি গরুর মাংস ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১ হাজার টাকা কেজিতে। আর লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকা আর ব্রয়লার ৩৫০ থেকে ৩৭০ টাকায়।
অর্থনীতিবিদ ড. সেলিম রায়হান বলেছেন, এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের আন্তর্জাতিক সালিসে যাওয়ার হুমকিতে ভয় পাওয়ার কারণ নেই। দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগেবেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
৮ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
৯ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৯ ঘণ্টা আগে