নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের ৪১ শতাংশ তৈরি পোশাক কারখানা চালু হয়েছে। বাকি ৫৯ শতাংশে এখনো ছুটি চলছে। গতকাল রোববার কারখানা খোলার পর সব শ্রমিক কাজে যোগ না দিলেও অধিকাংশই কাজ শুরু করেছে। বাকিরাও দু-এক দিনের মধ্যে কাজে যোগ দেবে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানায়, তাদের সদস্যভুক্ত ২ হাজার ১০৪টি কারখানার মধ্যে গতকাল পর্যন্ত ৮৭৩টি উৎপাদনে ফিরেছে। ছুটিতে রয়েছে বাকি ১ হাজার ২৩১টি কারখানা। পোশাক কারখানায় বিভিন্ন ধাপে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। ঈদের পর শনিবার ছিল সরকারি ছুটির শেষ দিন। আজ রোববার থেকে সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চালু হয়।
রোববার পর্যন্ত গাজীপুর ও ময়মনসিংহ এলাকার ৮৫৪টি কারখানার মধ্যে ৩২৮টি বা ৩৮ শতাংশ কাজ শুরু করেছে। সাভার আশুলিয়া এবং জিরানী এলাকার ৪০৩টি কারখানার মধ্যে ২১৫টি বা ৫৩টি কাজ শুরু করে। নারায়ণগঞ্জ এলাকার ১৮৮টি কারখানার মধ্যে ৯৮টি কাজ শুরু করেছে। ছুটিতে রয়েছে এখনো ৯০টি কারখানা। ঢাকা মহানগরীর ৩১২টি কারখানার মধ্যে ১০৭টি বা ৩৩ শতাংশ কাজ শুরু করেছে। চট্টগ্রাম এলাকার ৩৩৮টি কারখানার মধ্যে কাজ শুরু করেছে ১২৫ টি, বাকি ২১৩টি বা ৬৩ শতাংশই ছুটিতে রয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ বুধবার থেকে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদের ছুটি শুরু হয়। সরকারি তিন দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকদের সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ছুটি নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২৬ মার্চ ১৬১টি কারখানায় ছুটি শুরু হয়, ২৭ মার্চ ৩৭৪ টি, ২৮ মার্চ ৬৪৮টি এবং ২৯ মার্চ থেকে ৯২৪টি কারখানায় ঈদের ছুটি হয়।
তখন বিজিএমইএ জানায়, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।
ঈদুল ফিতরের ছুটি শেষে দেশের ৪১ শতাংশ তৈরি পোশাক কারখানা চালু হয়েছে। বাকি ৫৯ শতাংশে এখনো ছুটি চলছে। গতকাল রোববার কারখানা খোলার পর সব শ্রমিক কাজে যোগ না দিলেও অধিকাংশই কাজ শুরু করেছে। বাকিরাও দু-এক দিনের মধ্যে কাজে যোগ দেবে।
বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানায়, তাদের সদস্যভুক্ত ২ হাজার ১০৪টি কারখানার মধ্যে গতকাল পর্যন্ত ৮৭৩টি উৎপাদনে ফিরেছে। ছুটিতে রয়েছে বাকি ১ হাজার ২৩১টি কারখানা। পোশাক কারখানায় বিভিন্ন ধাপে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছিল। ঈদের পর শনিবার ছিল সরকারি ছুটির শেষ দিন। আজ রোববার থেকে সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান চালু হয়।
রোববার পর্যন্ত গাজীপুর ও ময়মনসিংহ এলাকার ৮৫৪টি কারখানার মধ্যে ৩২৮টি বা ৩৮ শতাংশ কাজ শুরু করেছে। সাভার আশুলিয়া এবং জিরানী এলাকার ৪০৩টি কারখানার মধ্যে ২১৫টি বা ৫৩টি কাজ শুরু করে। নারায়ণগঞ্জ এলাকার ১৮৮টি কারখানার মধ্যে ৯৮টি কাজ শুরু করেছে। ছুটিতে রয়েছে এখনো ৯০টি কারখানা। ঢাকা মহানগরীর ৩১২টি কারখানার মধ্যে ১০৭টি বা ৩৩ শতাংশ কাজ শুরু করেছে। চট্টগ্রাম এলাকার ৩৩৮টি কারখানার মধ্যে কাজ শুরু করেছে ১২৫ টি, বাকি ২১৩টি বা ৬৩ শতাংশই ছুটিতে রয়েছে।
বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত ২৬ মার্চ বুধবার থেকে দেশের তৈরি পোশাক খাতের শ্রমিকদের ঈদের ছুটি শুরু হয়। সরকারি তিন দিনের ছুটির পাশাপাশি সাপ্তাহিক ও বার্ষিক ছুটি সমন্বয় করে শ্রমিকদের সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত ছুটি নেওয়ার সুযোগ দেওয়া হয়। ২৬ মার্চ ১৬১টি কারখানায় ছুটি শুরু হয়, ২৭ মার্চ ৩৭৪ টি, ২৮ মার্চ ৬৪৮টি এবং ২৯ মার্চ থেকে ৯২৪টি কারখানায় ঈদের ছুটি হয়।
তখন বিজিএমইএ জানায়, শ্রম আইন অনুযায়ী প্রতিটি কারখানার ব্যবস্থাপনা ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ছুটির সময় নির্ধারণ করা হয়েছে।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলতি মাসের ২৭ এপ্রিল থেকে কার্গো অপারেশন চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় আজ বিমানবন্দরটি পরিদর্শন করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
১৭ ঘণ্টা আগেচলতি মাসে উচ্চপর্যায়ের একটি জার্মান ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। এই সফরের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা খতিয়ে দেখা। এই প্রতিনিধিদলে জার্মান পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, দেশটির রপ্তানি ঋণ সংস্থা এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মকর
১ দিন আগেবিশ্বখ্যাত অডিট ফার্ম পিডব্লিউসি বিভিন্ন দেশ থেকে তাদের কার্যক্রম গুটিয়ে নিচ্ছে। বিশালাকার এই অ্যাকাউন্টিং ফার্মটির কর্তাব্যক্তিদের মতে, ছোট, ঝুঁকিপূর্ণ বা অলাভজনক বিবেচিত এক ডজনের বেশি দেশে ব্যবসা বন্ধ করেছে। কেলেঙ্কারির পুনরাবৃত্তি এড়াতেই তাদের এই পদক্ষেপ। ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল...
১ দিন আগেচলতি অর্থবছরের মাত্র তিন মাস বাকি থাকলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে এখনো খরচ করা বাকি রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য বলছে, জুলাই-মার্চ পর্যন্ত ৯ মাসে খরচ হয়েছে ৮২ হাজার ৮৯৪ কোটি টাকা, যা মোট সংশোধিত এডিপির...
১ দিন আগে