Ajker Patrika

ঋণের কিস্তি পরিশোধে কাঁচাপাট রপ্তানিকারকদের বিশেষ ছাড়

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণের কিস্তি পরিশোধে সহজ শর্তে দুই বছরের বিশেষ ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আজ রোববার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়, মোট ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট (একালীন) দিলে কিস্তি পরিশোধে দুই বছরের ছাড় পাবেন। গত বছরের ডিসেম্বর শেষে মোট ঋণের ওপর এই ছাড় দেওয়া হবে।

একাধিকবার কাঁচা পাট রপ্তানি বন্ধ হওয়ায় রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হন। ফলে ব্যাংক ঋণের বোঝা মাথায় নিয়ে ব্যবসা থেকে ছিটকে পড়েন অনেকে। অন্যদিকে চক্রবৃদ্ধি হারে ব্যাংকের চড়া সুদ এবং বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দা থাকায় ব্যবসায়ীরা নানা বিপর্যয়ের মধ্যে পড়েন। তাই কাঁচা পাট খাতকে গতিশীল করতে আর্থিক প্রণোদনার দাবি জানানো হয়েছিল।

বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) পক্ষ থেকে কাঁচাপাট রপ্তানিকারকদের আর্থিক প্রণোদনার পাশাপাশি কাঁচা পাট খাতে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দাবি করা হয়েছিল। এর আগে ২০২২ সালের জুন মাসে কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন দিয়ে ঋণে কিস্তি পরিশোধে সুবিধা দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত