অনলাইন ডেস্ক
দেশে বিদ্যুতের চড়া দামের প্রধান কারণ বিদ্যুৎকেন্দ্রগুলোকে সরকারের দেওয়া ‘ক্যাপাসিটি চার্জ’। গত কয়েক বছরে এই পেমেন্ট বিদ্যুৎ খাতের ব্যয় বিপুল পরিমাণে বাড়িয়েছে। ‘নো ইলেকট্রিসিটি নো পে’ (বিদ্যুৎ সরবরাহ করা না হলে অর্থ পরিশোধও নয়) নীতি বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির পাশাপাশি কমবে বিদ্যুতের দাম।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি ২০৫০’ সম্মেলনের সমাপনী দিনে বিশেষজ্ঞদের কাছ থেকে এ পরামর্শ উঠে এসেছে।
ক্যাপাসিটি চার্জের শর্ত বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি খাত পুরোদমে চালু হওয়ার আগপর্যন্ত বৃহদাকার উৎপাদন কেন্দ্র ও গৃহস্থালিতে ব্যবহারের জন্য সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোর দাবি উত্থাপন করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্য অনুযায়ী, গত বছর দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতার প্রায় ৪১ শতাংশ অব্যবহৃত ছিল। বিগত সরকারের আমলে বিদ্যুৎ কোম্পানিগুলোকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে। চাহিদা না থাকা বা অন্য কারণে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকে অলস বসিয়ে রাখলে চুক্তি অনুযায়ী সরকার তাদের যে পরিমাণ ভর্তুকি দেয়, তা-ই ক্যাপাসিটি চার্জ।
সম্মেলনে বুয়েটের অধ্যাপক ইজাজ হোসেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন নিঃসরণ হ্রাসের বিষয়টির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এখন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো নেট-জিরো টার্গেট ঠিক করতে পারেনি। পরিবেশ মন্ত্রণালয় এখনো বাংলাদেশের নেট-জিরো লক্ষ্য ঘোষণা করেনি। আর এ কারণেই দেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ছে না।’
বিশেষজ্ঞরা তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌর ও বায়ুবিদ্যুতের মতো জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে কার্বন নিঃসরণ কমিয়ে আনার তাগিদ দিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এমনকি আমাদের জাতীয়ভাবে দেওয়া প্রতিশ্রুতিগুলো অর্জন করাও খুবই চ্যালেঞ্জিং। আমরা এখনো বিগত সরকারের সময়কার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করছি। একই সঙ্গে পরিবর্তন আনার সুযোগও পেয়েছি।’
দুর্নীতি নজরদারি সংগঠন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সমন্বিত বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) অবশ্যই বাতিল হওয়া উচিত। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য শক্তির পরিমাণ বাড়ানো এমন মূলনীতির ওপর ভিত্তি করে নতুন একটি বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা তৈরি ও কার্যকর করা উচিত।’
ইফতেখারুজ্জামান বিদ্যুৎ-জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দেন।
নবায়নযোগ্য জ্বালানি উপকরণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাহিদুল আলম সতর্ক করে দিয়ে বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির মালপত্রের আমদানি শুল্ক কমানো না গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না।’
নীতিনির্ধারক, একাডেমিক, গবেষক, গবেষণা প্রতিষ্ঠান, জ্বালানি কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার কর্মী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, তরুণ, শিক্ষার্থী এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় ৪০০ প্রতিনিধির পক্ষে সম্মেলনের সহ-আয়োজক বিডব্লিউজিইডির সদস্যসচিব হাসান মেহেদী সম্মেলনের ঘোষণা পাঠ করেন। ঘোষণায় নীতি সমন্বয়, প্রাতিষ্ঠানিক ও পদক্ষেপগত সংস্কার, কার্যকর আর্থিক পদ্ধতি, আঞ্চলিক ও বৈশ্বিক সহায়তা বৃদ্ধি এবং আরও উন্নত সামাজিক ও পরিবেশগত সুশাসনের মতো বিষয়ে জরুরি ভিত্তিতে মনোযোগ দেওয়ার ওপর আলোকপাত করা হয়।
বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই), বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ ইয়ারস অ্যাসোসিয়েশন (বেলা), মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), অ্যাকশনএইড বাংলাদেশসহ ২০ টির বেশি সংগঠন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
দেশে বিদ্যুতের চড়া দামের প্রধান কারণ বিদ্যুৎকেন্দ্রগুলোকে সরকারের দেওয়া ‘ক্যাপাসিটি চার্জ’। গত কয়েক বছরে এই পেমেন্ট বিদ্যুৎ খাতের ব্যয় বিপুল পরিমাণে বাড়িয়েছে। ‘নো ইলেকট্রিসিটি নো পে’ (বিদ্যুৎ সরবরাহ করা না হলে অর্থ পরিশোধও নয়) নীতি বাস্তবায়ন করা হলে রাষ্ট্রের আর্থিক ক্ষতির পাশাপাশি কমবে বিদ্যুতের দাম।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ জ্বালানি সমৃদ্ধি ২০৫০’ সম্মেলনের সমাপনী দিনে বিশেষজ্ঞদের কাছ থেকে এ পরামর্শ উঠে এসেছে।
ক্যাপাসিটি চার্জের শর্ত বন্ধের পাশাপাশি নবায়নযোগ্য শক্তি খাত পুরোদমে চালু হওয়ার আগপর্যন্ত বৃহদাকার উৎপাদন কেন্দ্র ও গৃহস্থালিতে ব্যবহারের জন্য সৌরবিদ্যুতের সরঞ্জাম আমদানিতে শুল্ক কমানোর দাবি উত্থাপন করেছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) তথ্য অনুযায়ী, গত বছর দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতার প্রায় ৪১ শতাংশ অব্যবহৃত ছিল। বিগত সরকারের আমলে বিদ্যুৎ কোম্পানিগুলোকে প্রতিবছর হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে। চাহিদা না থাকা বা অন্য কারণে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রকে অলস বসিয়ে রাখলে চুক্তি অনুযায়ী সরকার তাদের যে পরিমাণ ভর্তুকি দেয়, তা-ই ক্যাপাসিটি চার্জ।
সম্মেলনে বুয়েটের অধ্যাপক ইজাজ হোসেন বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী কার্বন নিঃসরণ হ্রাসের বিষয়টির প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এখন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো নেট-জিরো টার্গেট ঠিক করতে পারেনি। পরিবেশ মন্ত্রণালয় এখনো বাংলাদেশের নেট-জিরো লক্ষ্য ঘোষণা করেনি। আর এ কারণেই দেশে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ছে না।’
বিশেষজ্ঞরা তেল, গ্যাস ও কয়লার মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সৌর ও বায়ুবিদ্যুতের মতো জ্বালানি উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করে কার্বন নিঃসরণ কমিয়ে আনার তাগিদ দিয়ে যাচ্ছেন।
এ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এমনকি আমাদের জাতীয়ভাবে দেওয়া প্রতিশ্রুতিগুলো অর্জন করাও খুবই চ্যালেঞ্জিং। আমরা এখনো বিগত সরকারের সময়কার ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করছি। একই সঙ্গে পরিবর্তন আনার সুযোগও পেয়েছি।’
দুর্নীতি নজরদারি সংগঠন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘সমন্বিত বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা (আইইপিএমপি) অবশ্যই বাতিল হওয়া উচিত। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য শক্তির পরিমাণ বাড়ানো এমন মূলনীতির ওপর ভিত্তি করে নতুন একটি বিদ্যুৎ-জ্বালানি মহাপরিকল্পনা তৈরি ও কার্যকর করা উচিত।’
ইফতেখারুজ্জামান বিদ্যুৎ-জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও জোর দেন।
নবায়নযোগ্য জ্বালানি উপকরণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউঅ্যাবল এনার্জি অ্যাসোসিয়েশনের সহসভাপতি জাহিদুল আলম সতর্ক করে দিয়ে বলেন, ‘নবায়নযোগ্য জ্বালানির মালপত্রের আমদানি শুল্ক কমানো না গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না।’
নীতিনির্ধারক, একাডেমিক, গবেষক, গবেষণা প্রতিষ্ঠান, জ্বালানি কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান, জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার কর্মী, নৃতাত্ত্বিক গোষ্ঠী, তরুণ, শিক্ষার্থী এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন স্তরের প্রায় ৪০০ প্রতিনিধির পক্ষে সম্মেলনের সহ-আয়োজক বিডব্লিউজিইডির সদস্যসচিব হাসান মেহেদী সম্মেলনের ঘোষণা পাঠ করেন। ঘোষণায় নীতি সমন্বয়, প্রাতিষ্ঠানিক ও পদক্ষেপগত সংস্কার, কার্যকর আর্থিক পদ্ধতি, আঞ্চলিক ও বৈশ্বিক সহায়তা বৃদ্ধি এবং আরও উন্নত সামাজিক ও পরিবেশগত সুশাসনের মতো বিষয়ে জরুরি ভিত্তিতে মনোযোগ দেওয়ার ওপর আলোকপাত করা হয়।
বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), ট্র্যান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই), বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ ইয়ারস অ্যাসোসিয়েশন (বেলা), মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), অ্যাকশনএইড বাংলাদেশসহ ২০ টির বেশি সংগঠন যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
মার্কিন বাণিজ্য অংশীদারদের মধ্যে ৬০টি দেশের সব পণ্যে ১০ শতাংশ বেসলাইন শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি বিভিন্ন হারে পাল্টা শুল্কও দিয়েছেন তিনি। এই পাল্টা শুল্ক অবশ্য ৯০ দিনের জন্য স্থগিতও করেছেন। তবে ১০ শতাংশ বেসলাইন শুল্ক সব দেশের সব পণ্যে এখনো প্রযোজ্য।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আরোপিত পাল্টা আমদানি শুল্ক এবং অন্যান্য পাল্টা ব্যবস্থা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে ‘মারাত্মক’ প্রভাব ফেলতে পারে। জাতিসংঘের বাণিজ্য সংস্থার পরিচালক গতকাল শুক্রবার এমন সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপগুলো বৈদেশিক সহায়তা কমানোর
৩ ঘণ্টা আগেবাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেছেন, ‘ট্রাম্প ৯০ দিনের জন্য রিসিপ্রোক্যাল ট্যারিফ স্থগিত করায় প্রাথমিক ভাবে খুশি এবং স্বাগত জানাই। তবে আমরা এ নিয়ে চিন্তিত। আমরা জানি না ৯০ দিন পরে কী হবে। তাই আমাদের কী করা দরকার, কোন জায়গায় কী সুযোগ নিতে পারি, ট্রাম্প...
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) উদ্যোগে এবং ‘অ্যাসোসিয়েশন অব অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার্স অব ব্যাংকস ইন বাংলাদেশ’ (অ্যাকব)-এর সহায়তায় তফসিলি ব্যাংকগুলোর প্রধান পরিপালন কর্মকর্তাদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) চট্টগ্রামে হোটেল র্যাডিসন
২০ ঘণ্টা আগে