জাল নোট শনাক্তে আইএফআইসি ব্যাংকের কর্মশালা 

অনলাইন ডেস্ক
Thumbnail image

বেসরকারি ব্যাংক আইএফআইসি উদ্যোগে দিনব্যাপী ‘জাল নোট শনাক্তকরণ এবং এর প্রচলন প্রতিরোধ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ব্যাংকের রংপুর, দিনাজপুর, লালমনিরহাট ও নীলফামারী জেলার বিভিন্ন শাখা-উপশাখার প্রায় শতাধিক কর্মীরা অংশগ্রহণ করেন। গত শনিবার (১ জুন) রংপুরের একটি স্থানীয় মিলনায়তনে কর্মশালাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্বাহী পরিচালক মো. রুহুল আমিন। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. গোলাম মহিউদ্দিন সরকার এবং যুগ্মপরিচালক (ক্যাশ) মো. আব্দুল মতিন সরকার।

এ ছাড়াও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসির হেড কারেন্সি ম্যানেজমেন্ট উইলিয়াম চৌধুরী ও রংপুর শাখা ব্যবস্থাপক জনাব মাহমুদা বেগম।

উল্লেখ্য, দেশে ১ হাজার ৪০০ এর বেশি শাখা-উপশাখা রয়েছে আইএফআইসি ব্যাংকটির।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত