অনলাইন ডেস্ক
উড়োজাহাজের ফিউজিলাজ বা মূল কাঠামোতে নির্মাণত্রুটির কারণে আটকে গেছে ৫০টি বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স উড়োজাহাজের ডেলিভারি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে ‘অপ্রয়োজনীয় দুটি ছিদ্র’ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বোয়িং বলছে, ৭৩৭-ম্যাক্স মডেলের বেশ কয়েকটি উড়োজাহাজের জানালার ফ্রেমের কাছে বেশ দুটি করে ‘প্রয়োজনের তুলনায় ছোট’ গর্ত করা হয়েছে এবং কিছু কিছু বিমানে জানালার ফ্রেম কিছুটা ছোট করে তৈরি করা হয়েছে।
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রধান নির্বাহী স্ট্যান ডিল বলেছেন, গত বৃহস্পতিবার সরবরাহকারী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেম ৭৩৭-ম্যাক্স সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে অসংগতির বিষয়ে জানায়।
‘আমি সেই কর্মীকে ধন্যবাদ জানাতে চাই যিনি তাঁর ম্যানেজারের কাছে জানিয়েছিলেন যে, ফিউজিলাজে দুটি ছিদ্র প্রয়োজনীয়তা অনুসারে করা হয়নি।’
স্ট্যান ডিল আরও বলেন, এই ত্রুটি ফ্লাইটের নিরাপত্তার জন্য কোনো সমস্যা নয়। তবু ৫০টি উড়োজাহাজ নিয়ে আরও কিছু কাজ করতে হবে।
ফিউজিলাজ তৈরির জন্য ২০০৫ সালে স্পিরিট অ্যারোসিস্টেম প্রতিষ্ঠা করে বোয়িং। কানসাসের উইচিতায় স্পিরিটের কারখানায় ফিউজিলাজ তৈরি করে সেগুলোকে ট্রেনে করে ওয়াশিংটনের রেনটনে আনা হয়। সেখানেই পূর্ণাঙ্গ উড়োজাহাজ হিসেবে গড়ে তোলা হয়।
গত জানুয়ারির শুরুতে বোয়িংয়ের একটি উড়োজাহাজের দরজা আকাশে ওঠার পর খুলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এর পর থেকেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও তদন্ত সংস্থার কোপানলের মুখে আছে।
উড়োজাহাজের ফিউজিলাজ বা মূল কাঠামোতে নির্মাণত্রুটির কারণে আটকে গেছে ৫০টি বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স উড়োজাহাজের ডেলিভারি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে ‘অপ্রয়োজনীয় দুটি ছিদ্র’ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বোয়িং বলছে, ৭৩৭-ম্যাক্স মডেলের বেশ কয়েকটি উড়োজাহাজের জানালার ফ্রেমের কাছে বেশ দুটি করে ‘প্রয়োজনের তুলনায় ছোট’ গর্ত করা হয়েছে এবং কিছু কিছু বিমানে জানালার ফ্রেম কিছুটা ছোট করে তৈরি করা হয়েছে।
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রধান নির্বাহী স্ট্যান ডিল বলেছেন, গত বৃহস্পতিবার সরবরাহকারী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেম ৭৩৭-ম্যাক্স সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে অসংগতির বিষয়ে জানায়।
‘আমি সেই কর্মীকে ধন্যবাদ জানাতে চাই যিনি তাঁর ম্যানেজারের কাছে জানিয়েছিলেন যে, ফিউজিলাজে দুটি ছিদ্র প্রয়োজনীয়তা অনুসারে করা হয়নি।’
স্ট্যান ডিল আরও বলেন, এই ত্রুটি ফ্লাইটের নিরাপত্তার জন্য কোনো সমস্যা নয়। তবু ৫০টি উড়োজাহাজ নিয়ে আরও কিছু কাজ করতে হবে।
ফিউজিলাজ তৈরির জন্য ২০০৫ সালে স্পিরিট অ্যারোসিস্টেম প্রতিষ্ঠা করে বোয়িং। কানসাসের উইচিতায় স্পিরিটের কারখানায় ফিউজিলাজ তৈরি করে সেগুলোকে ট্রেনে করে ওয়াশিংটনের রেনটনে আনা হয়। সেখানেই পূর্ণাঙ্গ উড়োজাহাজ হিসেবে গড়ে তোলা হয়।
গত জানুয়ারির শুরুতে বোয়িংয়ের একটি উড়োজাহাজের দরজা আকাশে ওঠার পর খুলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এর পর থেকেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও তদন্ত সংস্থার কোপানলের মুখে আছে।
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ১৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ বিপুলসংখ্যক সাধারণ শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সম্প্রতি ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা অ্যাক্সেলারেটর প্রোগ্রাম ‘উদ্যোক্তা ১০১’-এর ২২ জন নারীর জন্য যৌথভাবে একটি গ্র্যাজুয়েশন অনুষ্ঠানের আয়োজন করে। গত জুনে শুরু হয় এই প্রশিক্ষণ কোর্স।
৯ ঘণ্টা আগেবাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তারিখভিত্তিক এর অনিরীক্ষিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, যা অনুমোদন করা হয়েছে গত সোমবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায়। তৃতীয় প্রান্তিকে ব্যাংক কর পরবর্তী নিট মুনাফায় ৪৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।
৯ ঘণ্টা আগেচলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর মাস পর্যন্ত কমিউনিটি গাইডলাইন না মানায় বাংলাদেশের ৬ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ইমো। স্বচ্ছতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তি নিয়ে ইমোর অব্যাহত প্রতিশ্রুতির জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া হয়। অক্টোবরে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস মাস চলাকাল
৯ ঘণ্টা আগে