Ajker Patrika

বিদেশি ঋণের সুদের ওপর কর অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশি ঋণের সুদের ওপর কর অব্যাহতি

বিদেশি ঋণের সুদের ওপর যে ২০ শতাংশ উৎসে কর আরোপ করা হয়েছিল, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত তার অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে ঋণের সুদ অগ্রিম পরিশোধের ক্ষেত্রে এই কর অব্যাহতি প্রযোজ্য হবে না। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, চলতি অর্থবছরের বাজেটে বিদেশি ঋণের সুদের ওপর ২০ শতাংশ কর আরোপ করার বিষয়টি পুনর্বিবেচনার জন্য এনবিআরকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এনবিআরকে জানায়, এই কর বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার খরচ বাড়াবে। এর ধারাবাহিকতায় সম্প্রতি এনবিআর থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬, উপধারা (১)-এর ক্ষমতাবলে অনিবাসীর অনুকূলে ঋণের সুদ পরিশোধের ক্ষেত্রে বাংলাদেশ থেকে বিদেশে প্রেরণকালে উৎসে কর কর্তন থেকে শর্তসাপেক্ষে অব্যাহতি দেওয়া হলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত