বিশেষ প্রতিনিধি, ঢাকা
নানান শঙ্কার মধ্যেও আবাসন ও রপ্তানি খাতের দুই শীর্ষ সংগঠনের নির্বাচন জমে উঠছে। কয়েক দফা নির্বাচন ঘোষণার পরও নানান নাটকীয়তায় তা না হওয়ায় আবাসন খাতের সংগঠন রিহ্যাবের মধ্যে যেমন একধরনের শঙ্কা ছিল, তেমনি পিছিয়ে যাওয়া বিজিএমইএ নির্বাচন ঘিরেও ছিল অনিশ্চয়তা। তবে শঙ্কার মেঘ কেটে সবাই এখন নির্বাচনমুখী। এ লক্ষ্যে উভয় সংগঠনের নেতারাই এখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দুই সংগঠনের প্রার্থীরা বলছেন, তাঁরা কাজ করছেন। ভোটারদের কাছে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। তাঁরা যাঁদের ভোট দেবেন, তাঁরাই বিজয়ী হবেন। এটাই তাঁরা চান।
রিহ্যাব নির্বাচন
জানা যায়, প্রায় ১০ বছর ধরে নির্বাচন হচ্ছে না রিহ্যাবে। তাই এ সংগঠনের সদস্যদের কাছে এবারের নির্বাচনটি বেশ তাৎপর্যপূর্ণ। কাঙ্ক্ষিত এ নির্বাচনের ইস্যু আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক হয়। এরই মধ্যে নির্বাচনে অংশ নিতে চারটি প্যানেলে প্রার্থীরা মাঠে নেমেছেন। তবে প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণের স্থান নিয়েও অনেক মতবিরোধ ছিল। কেউ কেউ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবার কেউ কেউ কোনো পাঁচ তারকা হোটেলে ভোট গ্রহণের স্থান করার দাবি জানিয়েছিলেন। শেষে তা র্যাডিসন হোটেল নির্ধারিত হয়।
এবারের রিহ্যাব নির্বাচনে সংগঠনের সাবেক সহসভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে নবজাগরণ প্যানেল; সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বে জয় ধারা প্যানেল; সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ডেভেলপারস ফোরাম নামের প্যানেল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে প্রার্থী আছেন ৮৬ জন। আর চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে রয়েছেন সাতজন। তবে জয় ধারা ও আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ—এই দুটি প্যানেল সব কটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ডেভেলপারস ফোরাম ও নবজাগরণ প্যানেল যথাক্রমে ১০ ও ১৯ জন করে প্রার্থী দিয়েছে।
রিহ্যাব নির্বাচনের নানান অনিশ্চয়তা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসন ব্যবসায়ী বলেন, বারবার মেয়াদ চলে যাওয়ার পরও মিলেমিশে এর আগে কমিটি গঠন করা হয়েছে। এ জন্য এবার নির্বাচন করা নিয়ে ব্যাপক চাপ ছিল। তবে সেটিও নানান নাটকীয়তার মুখে পড়ে। এখন নির্বাচন হচ্ছে। ভালোয় ভালোয় হলেই ভালো।
রিহ্যাব নির্বাচন শেষ পর্যন্ত হচ্ছে, এতেই খুশি নবজাগরণ প্যানেলের নেতা নজরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একটা দাবি ছিল ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে এসে গাড়ি পার্কিংসহ নানান সুবিধা পেতে পারেন, সে জন্য আমরা পাঁচ তারকা হোটেলের কথা বলেছিলাম। এর সমাধান হয়েছে। আগে কিছু শঙ্কা ছিল, এখন তা কেটে যাচ্ছে। আমরা ভোটারদের কাছে যাচ্ছি। তাঁরাও আশাবাদী যে ভোট হবে। ভোটে যাঁরাই জিতবে, সবাই তাঁদের মেনে নেবেন।’
রিহ্যাবের সাবেক পরিচালক ও নির্বাচনে পরিচালক পদের প্রার্থী প্যারাডাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের এমডি মোহাম্মদ আল আমিন বলেন, ‘নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। এটা এখন কেটে গেছে। ভোটারদের ভেতরে আগ্রহ আছে। ধীরে ধীরে শঙ্কা কেটে যাচ্ছে বলে আমি মনে করি।’
বিজিএমইএ নির্বাচন
পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনেরও নির্দিষ্ট মেয়াদ বেশ আগেই শেষ হয়েছে। কয়েক দফা মেয়াদ বাড়ানোর কারণে নির্বাচন হবে কি হবে না, এই নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। এখনো সংগঠনের অনেক সদস্য মনে করেন, শেষ পর্যন্ত নির্বাচনটি হয়ে গেলে তাঁরা খুশি। এমন পরিস্থিতির মধ্যেও আগামী ৯ মার্চ বিজিএমইএ নির্বাচনের সময় ঠিক করা হয়েছে। গত ১৮ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল অংশ নিচ্ছে।
এরই মধ্যে নির্বাচনী আনুষ্ঠানিকতা শেষে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন। প্রায় আড়াই হাজার ভোটারের এ সংগঠনের ৪২৯টি ভোট নিয়ে আপত্তি ফোরাম প্যানেলের। তারা এরই মধ্যে এনবিআরের মাধ্যমে পর্যালোচনা করে ৪২৯ ভোটারের বৈধতা খুঁজে পায়নি। তাই এসব ভোট বাতিলের আবেদন করেছে ফোরাম।
ফোরামের নেতা বিজিএমইএর সাবেক সহসভাপতি ফয়সাল সামাদ চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘৪২৯টা ভোট নিয়ে আমরা অভিযোগ করেছি। এর যদি একটা সমাধান হতো তাহলে ভালো হতো। তবে আমরা মনে করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
সম্মিলিত পরিষদের পরিচালক প্রার্থী ও বর্তমান কমিটির পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘আমরা এখন পুরো নির্বাচনী আবহে আছি। সবাই নির্বাচনমুখী। আমি এখন গাজীপুরে ক্যাম্পেইন করছি। ভোটারদের আছে ভোট চাইতে এসেছি। আমরা আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আমরা আগামী দিনে বৈশ্বিকসহ নানান প্রেক্ষাপটে পোশাক খাত কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করবে, আমরা কীভাবে এ খাতটিকে আরও সমৃদ্ধ করব–এমন পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরছি।’
নানান শঙ্কার মধ্যেও আবাসন ও রপ্তানি খাতের দুই শীর্ষ সংগঠনের নির্বাচন জমে উঠছে। কয়েক দফা নির্বাচন ঘোষণার পরও নানান নাটকীয়তায় তা না হওয়ায় আবাসন খাতের সংগঠন রিহ্যাবের মধ্যে যেমন একধরনের শঙ্কা ছিল, তেমনি পিছিয়ে যাওয়া বিজিএমইএ নির্বাচন ঘিরেও ছিল অনিশ্চয়তা। তবে শঙ্কার মেঘ কেটে সবাই এখন নির্বাচনমুখী। এ লক্ষ্যে উভয় সংগঠনের নেতারাই এখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দুই সংগঠনের প্রার্থীরা বলছেন, তাঁরা কাজ করছেন। ভোটারদের কাছে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন। তাঁরা যাঁদের ভোট দেবেন, তাঁরাই বিজয়ী হবেন। এটাই তাঁরা চান।
রিহ্যাব নির্বাচন
জানা যায়, প্রায় ১০ বছর ধরে নির্বাচন হচ্ছে না রিহ্যাবে। তাই এ সংগঠনের সদস্যদের কাছে এবারের নির্বাচনটি বেশ তাৎপর্যপূর্ণ। কাঙ্ক্ষিত এ নির্বাচনের ইস্যু আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণের দিনক্ষণ ঠিক হয়। এরই মধ্যে নির্বাচনে অংশ নিতে চারটি প্যানেলে প্রার্থীরা মাঠে নেমেছেন। তবে প্রার্থীদের মধ্যে ভোট গ্রহণের স্থান নিয়েও অনেক মতবিরোধ ছিল। কেউ কেউ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবার কেউ কেউ কোনো পাঁচ তারকা হোটেলে ভোট গ্রহণের স্থান করার দাবি জানিয়েছিলেন। শেষে তা র্যাডিসন হোটেল নির্ধারিত হয়।
এবারের রিহ্যাব নির্বাচনে সংগঠনের সাবেক সহসভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে নবজাগরণ প্যানেল; সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও হামিদ রিয়েল এস্টেট কনস্ট্রাকশনের এমডি ইন্তেখাবুল হামিদের নেতৃত্বে জয় ধারা প্যানেল; সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও জাপান গার্ডেন সিটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বাধীন আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ও সেঞ্চুরি রিয়্যালটির চেয়ারম্যান এম জি আর নাসির মজুমদারের নেতৃত্বে ডেভেলপারস ফোরাম নামের প্যানেল ঘোষণা করা হয়েছে। চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, ঢাকার ২৯ পরিচালক পদের বিপরীতে প্রার্থী আছেন ৮৬ জন। আর চট্টগ্রামের তিনটি পরিচালক পদের বিপরীতে রয়েছেন সাতজন। তবে জয় ধারা ও আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ—এই দুটি প্যানেল সব কটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
ডেভেলপারস ফোরাম ও নবজাগরণ প্যানেল যথাক্রমে ১০ ও ১৯ জন করে প্রার্থী দিয়েছে।
রিহ্যাব নির্বাচনের নানান অনিশ্চয়তা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আবাসন ব্যবসায়ী বলেন, বারবার মেয়াদ চলে যাওয়ার পরও মিলেমিশে এর আগে কমিটি গঠন করা হয়েছে। এ জন্য এবার নির্বাচন করা নিয়ে ব্যাপক চাপ ছিল। তবে সেটিও নানান নাটকীয়তার মুখে পড়ে। এখন নির্বাচন হচ্ছে। ভালোয় ভালোয় হলেই ভালো।
রিহ্যাব নির্বাচন শেষ পর্যন্ত হচ্ছে, এতেই খুশি নবজাগরণ প্যানেলের নেতা নজরুল ইসলাম। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একটা দাবি ছিল ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে এসে গাড়ি পার্কিংসহ নানান সুবিধা পেতে পারেন, সে জন্য আমরা পাঁচ তারকা হোটেলের কথা বলেছিলাম। এর সমাধান হয়েছে। আগে কিছু শঙ্কা ছিল, এখন তা কেটে যাচ্ছে। আমরা ভোটারদের কাছে যাচ্ছি। তাঁরাও আশাবাদী যে ভোট হবে। ভোটে যাঁরাই জিতবে, সবাই তাঁদের মেনে নেবেন।’
রিহ্যাবের সাবেক পরিচালক ও নির্বাচনে পরিচালক পদের প্রার্থী প্যারাডাইজ ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের এমডি মোহাম্মদ আল আমিন বলেন, ‘নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তা ছিল। এটা এখন কেটে গেছে। ভোটারদের ভেতরে আগ্রহ আছে। ধীরে ধীরে শঙ্কা কেটে যাচ্ছে বলে আমি মনে করি।’
বিজিএমইএ নির্বাচন
পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ নির্বাচনেরও নির্দিষ্ট মেয়াদ বেশ আগেই শেষ হয়েছে। কয়েক দফা মেয়াদ বাড়ানোর কারণে নির্বাচন হবে কি হবে না, এই নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল। এখনো সংগঠনের অনেক সদস্য মনে করেন, শেষ পর্যন্ত নির্বাচনটি হয়ে গেলে তাঁরা খুশি। এমন পরিস্থিতির মধ্যেও আগামী ৯ মার্চ বিজিএমইএ নির্বাচনের সময় ঠিক করা হয়েছে। গত ১৮ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনে ফোরাম ও সম্মিলিত পরিষদ নামে দুটি প্যানেল অংশ নিচ্ছে।
এরই মধ্যে নির্বাচনী আনুষ্ঠানিকতা শেষে প্রার্থীরা ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেছেন। প্রায় আড়াই হাজার ভোটারের এ সংগঠনের ৪২৯টি ভোট নিয়ে আপত্তি ফোরাম প্যানেলের। তারা এরই মধ্যে এনবিআরের মাধ্যমে পর্যালোচনা করে ৪২৯ ভোটারের বৈধতা খুঁজে পায়নি। তাই এসব ভোট বাতিলের আবেদন করেছে ফোরাম।
ফোরামের নেতা বিজিএমইএর সাবেক সহসভাপতি ফয়সাল সামাদ চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আছেন। তিনি গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘৪২৯টা ভোট নিয়ে আমরা অভিযোগ করেছি। এর যদি একটা সমাধান হতো তাহলে ভালো হতো। তবে আমরা মনে করি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’
সম্মিলিত পরিষদের পরিচালক প্রার্থী ও বর্তমান কমিটির পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘আমরা এখন পুরো নির্বাচনী আবহে আছি। সবাই নির্বাচনমুখী। আমি এখন গাজীপুরে ক্যাম্পেইন করছি। ভোটারদের আছে ভোট চাইতে এসেছি। আমরা আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। আমরা আগামী দিনে বৈশ্বিকসহ নানান প্রেক্ষাপটে পোশাক খাত কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করবে, আমরা কীভাবে এ খাতটিকে আরও সমৃদ্ধ করব–এমন পরিকল্পনা ভোটারদের কাছে তুলে ধরছি।’
বেশ কিছু দিন ধরেই কেনিয়াতে ছাত্র–জনতা আদানির সঙ্গে সরকারের ‘গোপন’ চুক্তির প্রতিবাদ জানিয়ে আসছে। পরে দেশটির সুপ্রিম কোর্ট বিষয়টিতে হস্তক্ষেপ করে। অবশেষে আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের দুটি চুক্তি বাতিল করার ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া।
১ ঘণ্টা আগেঘুষের নোটে সাগর আদানি ঘুষের পরিমাণ, কাকে ঘুষ দেওয়া হয়েছে এবং কত মেগাওয়াট বিদ্যুতের বিনিময়ে এটি হয়েছে—তার বিবরণ উল্লেখ করেছেন। তিনি মেগাওয়াট প্রতি ঘুষের হারও উল্লেখ করেছেন। ২০২০ সালে একটি হোয়াটসঅ্যাপ মেসেজে সাগর আদানি বলেন, ‘হ্যাঁ...কিন্তু বিষয়টা দৃশ্যমান হওয়ার ঠেকানো বেশ কঠিন।’
২ ঘণ্টা আগেগৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
৩ ঘণ্টা আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগে