১২ দিনে এসেছে ১৪৬ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

দুই ঈদের আগেই দেশে বেশি রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এবারের কোরবানির ঈদের আগেও এর ব্যতিক্রম হয়নি। চলতি মাসের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৪৬ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। 

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ থেকে ১২ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১৪৬ কোটি ডলার। গত বছরের জুনের একই সময়ে যার পরিমাণ ছিল ৮৪ কোটি ডলার। সেই হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৭৪ শতাংশ। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্স ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যাংক খাতসংশ্লিষ্টরা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে ২২৫ কোটি ডলারের প্রবাসী আয় আসে, যা গত ৪৬ মাসের মধ্যে সর্বোচ্চ। তার মানে, গত মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ৭ কোটি ২৫ লাখ ডলার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত