Ajker Patrika

বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে মানববন্ধন

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে আবার মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। পুঁজিবাজারে ক্রমাগত দরপতনের কারণে কয়েক দিনের বিরতির পর আজ সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে এ মানববন্ধন করেন তাঁরা।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে জমায়েত হন বিনিয়োগকারীরা। তাঁরা দাবি করেন, বর্তমান কমিশনের অদক্ষতার কারণে প্রতিদিনই পুঁজিবাজারে দরপতন হচ্ছে। পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পুঁজির সুরক্ষা দিতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে বিএসইসি চেয়ারম্যানকে সরে যাওয়ার আহ্বান জানান তাঁরা।

এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের একাংশের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী, সহসভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হারুন, অর্থ সম্পাদক মো. সাজ্জাদুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাবেক ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর পুঁজিবাজারে ধারাবাহিক দরপতন হচ্ছে। অভিযোগ উঠেছে, বর্তমান কমিশন পুঁজিবাজারে সংস্কারের দিকে মনোযোগ দিলেও কিছু উদ্যোগ তাৎক্ষণিক পুঁজিবাজারের জন্য নেতিবাচক হয়েছে। পুঁজিবাজার সম্পর্কে অভিজ্ঞতা না থাকার কারণেই সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে বর্তমান কমিশন। এই অবস্থায় চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে অক্টোবরের শুরু থেকে রাস্তায় নামেন বিনিয়োগকারীরা।

সপ্তাহজুড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিনিয়োগকারীদের বিভিন্ন গ্রুপ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির কার্যালয়ের সামনেও টানা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেখা গেছে।

৩ অক্টোবর বিকেলে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিএসইসির মূল গেটে তালা ঝুলিয়ে দেন। চেয়ারম্যানকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছিলেন বিনিয়োগকারীরা। পরে বিএসইসিতে নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনীর উপস্থিতিসহ অজানা কারণে আন্দোলন স্তিমিত হয়ে পড়ে। এরপর গত ৯ অক্টোবরেও মতিঝিলে মানববন্ধন করেন বিনিয়োগকারীরা। কিছুদিন বিরতির পর গতকাল আবার রাস্তায় নেমেছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত