উপায়ের মাধ্যমে মাসিক কিস্তি প্রদান করতে পারবে ইফাদ অটোসের গ্রাহকেরা 

প্রেস বিজ্ঞপ্তি
Thumbnail image

দেশের দ্রুত বর্ধনশীল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় এর মাধ্যমে গ্রাহকের মাসিক কিস্তি সংগ্রহ ও কর্মীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ইফাদ অটোস ও উপায় এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ইফাদ অটোস লিমিটেড এর নির্বাহী পরিচালক উথিয়া বকশী আবির ও উপায় এর চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে ইফাদ অটোস লিমিটেডের গ্রাহকেরা তাদের মাসিক কিস্তি উপায়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন। একই সঙ্গে ইফাদ অটোস তার কর্মীদের বেতন-ভাতা উপায় এর মাধ্যমে প্রদান করতে পারবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপায় এর চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান বলেন, ‘ইফাদ অটোস তাদের বিভিন্ন কারখানার কর্মীদের বেতন-ভাতা প্রদান করতে এবং গ্রাহকদের মাসিক কিস্তি সংগ্রহের জন্য উপায়কে নির্বাচন করায় আমরা আনন্দিত। আশা করি ইফাদের কর্মী ও গ্রাহকরা নির্বিঘ্নে উপায় এর বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন’।

ইফাদ অটোস লিমিটেড এর নির্বাহী পরিচালক উথিয়া বকশী আবির বলেন, ‘আমাদের কর্মী ও গ্রাহকদের সুবিধার কথা চিন্তা করে এবং উপায় এর ইউনিক কিছু নতুন ফিচার থাকায় আমরা উপায়কে নির্বাচন করেছি। ভবিষ্যতে ইফাদ ও উপায়ের মধ্যে আরও নতুন নতুন সেবা কার্যক্রম বৃদ্ধি পাবে বলে আমি আশা করি।’

উপায় এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইফাদ অটোস এর পক্ষে এজিএম-ফাইন্যান্স নাফিজুল ইসলাম চৌধুরী ও এজিএম-ইম্পোর্ট এন্ড কমার্শিয়াল মোহাম্মদ আব্দুল আজিজ এবং উপায় এর পক্ষে উপপরিচালক শামস আজাদ, সহকারী ব্যবস্থাপক মো. মামুনুর রশিদ, সহকারী পরিচালক মামুন রেজা, অ্যাকাউন্ট ম্যানেজার মাইনুল ইসলাম চৌধূরী সহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। উপায় এর মাধ্যমে গ্রাহকেরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন: ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও উপায় প্রি-পেইড কার্ড, সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত