Ajker Patrika

বেশি রেমিট্যান্স পাঠানো ৫৯ প্রবাসী পেলেন সিআইপি মর্যাদা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২২: ০৯
বেশি রেমিট্যান্স পাঠানো ৫৯ প্রবাসী পেলেন সিআইপি মর্যাদা

বৈধ পথে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো ৫৯ প্রবাসীকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) হিসেবে সম্মাননা দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া আরও দুটি ক্যাটাগরিতে ১১ প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়েছে।

আজ শনিবার বিশ্ব প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাঁদের এ সম্মাননা দেয়। 

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অন্যতম—যুক্তরাষ্ট্রপ্রবাসী ড. এব্রাহাম মোহাম্মদ সরকার, দুবাইপ্রবাসী মোহাম্মদ আরিফ উদ্দিন, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মোহাম্মদ ইমরান, যুক্তরাজ্যপ্রবাসী তাহসিন উদ্দিন খান, যুক্তরাষ্ট্রপ্রবাসী সুবর্ণ সিমন্তনী, দুবাইপ্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন, সৌদিপ্রবাসী শাহজাহান আইজ উদ্দিন, ওমানপ্রবাসী আফতাব উদ্দিন জনি, সিরাজুল হক, আশ্রাফ উদ্দিন (রনি), দুবাইপ্রবাসী আবু বক্কর, আলতাফ হোসেন, ওমান প্রবাসী রফিকুল আলম, দক্ষিণ সুদানপ্রবাসী কামরুল হাসান সাগর, পোল্যান্ডপ্রবাসী মো. ইমরান হোসেন, আরব আমিরাতপ্রবাসী মো. আল রুমান খান, মোহাম্মদ হেলাল উদ্দিন, এইচ এম কামরুজ্জামান, সৌদিপ্রবাসী মোহাম্মদ শওকত কামাল, সুইজারল্যান্ডপ্রবাসী ড. আমিন আহম্মেদ খোন্দকার।

এ ছাড়া বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী কল্লোল আহমদ এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী ১০ জনকে সিআইপির মর্যাদা দেওয়া হয়। 

সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস হিসেবে কার্ডটি ব্যবহার করতে পারবেন। ব্যবসাসংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসাপ্রাপ্তির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন সুবিধা পাবেন। এ সুবিধা আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত