চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটা সরবরাহে রাজি হলেও বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া ছাড় ও কর সুবিধা দেওয়ার যে অনুরোধ করা হয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ভারতের আদানি গোষ্ঠী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাস পর ঢাকার অনুরোধে সাড়া দিয়ে আদানি কয়েক দিনের মধ্যেই পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের আমলে ২০১৭ সালের চুক্তি অনুসারে বাংলাদেশের জন্য ৮০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল আদানি। সেখান থেকে ২৫ বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।
চুক্তি অনুসারে, ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হয়। কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। বিপুল বকেয়ার চাপ এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেকে নামানোর প্রস্তাব দিয়েছিল ঢাকা। এর পর নভেম্বর থেকে গোড্ডায় একটি ইউনিট চালু রেখেছিল আদানি গোষ্ঠী।
গ্রীষ্মকালে বিদ্যুতের বাড়তি চাহিদা মাথায় রেখে সম্প্রতি আদানির কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চাওয়া হয়। সেই সঙ্গে বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধ করে বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।
আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাজি হয়েছে বলে রয়টার্সকে সূত্র জানিয়েছে। তবে কয়েক কোটি ডলারের সমতুল্য বকেয়া পরিশোধে ছাড় ও কর সুবিধার অনুরোধ মানতে রাজি হয়নি আদানি পাওয়ার।
বিপুল বকেয়া পরিশোধ করার জন্য আদানি তাড়া দিচ্ছে বাংলাদেশকে। অক্টোবরেই সংস্থাটি বিপিডিবিকে চিঠি দেয়। সেখানে বলা হয়, বকেয়া পরিশোধ না করলে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
গত ডিসেম্বরে আদানি পাওয়ারের একটি সূত্র জানায়, বাংলাদেশের কাছে তাদের প্রায় ৯০ কোটি ডলার বকেয়া জমেছে। তবে তখন বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেছিলেন, বিদ্যুতের মূল্য নির্ধারণের পদ্ধতি নিয়ে বাংলাদেশের আপত্তি আছে। প্রকৃতপক্ষে বকেয়ার পরিমাণ ৬৫ কোটি ডলারের বেশি হবে না।
পিডিবি এর আগে আদানি পাওয়ারকে কয়েক কোটি ডলারের কর সুবিধার পাশাপাশি গত মে মাসে শেষ হওয়া বকেয়া পরিশোধে এক বছরের ছাড় সুবিধা আবার চালুর জন্য অনুরোধ করে। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার পিডিবির সঙ্গে আদানি পাওয়ারের কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠক হয়।
রয়টার্সের সূত্র বলছে, বৈঠকে আদানি বাংলাদেশকে সামান্যতম ছাড় দিতে রাজি হয়নি। পিডিবি পারস্পরিক বোঝাপড়ার কথা বলেছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করেন আদানির কর্মকর্তারা।
আদানি পাওয়ারকে ইঙ্গিত করে বাংলাদেশি সূত্র রয়টার্সকে বলেছে, ‘তারা এক ডলারও ছাড় দিতে চায় না। আমরা কোনো ছাড় পাইনি। আমরা পারস্পরিক বোঝাপড়া চাই। কিন্তু তাঁরা বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুসরণ করছে।’
আদানি পাওয়ার রয়টার্সকে কোনো মন্তব্য দিতে রাজি হয়নি। তবে গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘ক্রেতার চাহিদার ওপর বিদ্যুৎ সরবরাহ নির্ভরশীল, যা পরিবর্তনশীল।’
এবিষয়ে রয়টার্স বিপিডিবির কাছে মন্তব্য চেয়েও পায়নি। তবে আদানির বিদ্যুতের বকেয়া মেটানোর চেষ্টা চলছে বলে এর আগে পিডিবির চেয়ারপার্সন রেজাউল করিম জানিয়েছিলেন।
কয়েক দিন আগে রয়টার্সকে তিনি বলেন, আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই এবং পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে। বিদ্যুৎ কেনা বাবদ আদানি পাওয়ারকে প্রতি মাসে ৮ কোটি ৫০ লাখ ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন:–
চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১৬০০ মেগাওয়াট বিদ্যুতের পুরোটা সরবরাহে রাজি হলেও বাংলাদেশের পক্ষ থেকে বকেয়া ছাড় ও কর সুবিধা দেওয়ার যে অনুরোধ করা হয়েছিল, তা প্রত্যাখ্যান করেছে ভারতের আদানি গোষ্ঠী।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন মাস পর ঢাকার অনুরোধে সাড়া দিয়ে আদানি কয়েক দিনের মধ্যেই পুরো বিদ্যুৎ সরবরাহ করতে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের আমলে ২০১৭ সালের চুক্তি অনুসারে বাংলাদেশের জন্য ৮০০ মেগাওয়াটের দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল আদানি। সেখান থেকে ২৫ বছর আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে।
চুক্তি অনুসারে, ঝাড়খণ্ডের গোড্ডায় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হয়। কিন্তু গত অক্টোবরে এই সরবরাহের পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছিল মুহাম্মদ ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের কাছে আদানিদের বিদ্যুতের খরচ বাবদ সাড়ে পাঁচ হাজার কোটি টাকার বেশি বকেয়া রয়েছে। বিপুল বকেয়ার চাপ এবং শীতকালে বিদ্যুতের চাহিদা কম থাকায় সরবরাহের পরিমাণ অর্ধেকে নামানোর প্রস্তাব দিয়েছিল ঢাকা। এর পর নভেম্বর থেকে গোড্ডায় একটি ইউনিট চালু রেখেছিল আদানি গোষ্ঠী।
গ্রীষ্মকালে বিদ্যুতের বাড়তি চাহিদা মাথায় রেখে সম্প্রতি আদানির কাছে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ চাওয়া হয়। সেই সঙ্গে বাড়তি কর ছাড় এবং মোট বকেয়া অর্থে ছাড়ের অনুরোধ করে বাংলাদেশের বিদ্যুৎ সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)।
আদানি পাওয়ার আগামী সপ্তাহের মধ্যে ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ চালু করতে রাজি হয়েছে বলে রয়টার্সকে সূত্র জানিয়েছে। তবে কয়েক কোটি ডলারের সমতুল্য বকেয়া পরিশোধে ছাড় ও কর সুবিধার অনুরোধ মানতে রাজি হয়নি আদানি পাওয়ার।
বিপুল বকেয়া পরিশোধ করার জন্য আদানি তাড়া দিচ্ছে বাংলাদেশকে। অক্টোবরেই সংস্থাটি বিপিডিবিকে চিঠি দেয়। সেখানে বলা হয়, বকেয়া পরিশোধ না করলে চুক্তির শর্ত মেনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
গত ডিসেম্বরে আদানি পাওয়ারের একটি সূত্র জানায়, বাংলাদেশের কাছে তাদের প্রায় ৯০ কোটি ডলার বকেয়া জমেছে। তবে তখন বিপিডিবির চেয়ারম্যান রেজাউল করিম বলেছিলেন, বিদ্যুতের মূল্য নির্ধারণের পদ্ধতি নিয়ে বাংলাদেশের আপত্তি আছে। প্রকৃতপক্ষে বকেয়ার পরিমাণ ৬৫ কোটি ডলারের বেশি হবে না।
পিডিবি এর আগে আদানি পাওয়ারকে কয়েক কোটি ডলারের কর সুবিধার পাশাপাশি গত মে মাসে শেষ হওয়া বকেয়া পরিশোধে এক বছরের ছাড় সুবিধা আবার চালুর জন্য অনুরোধ করে। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার পিডিবির সঙ্গে আদানি পাওয়ারের কর্মকর্তাদের ভার্চুয়াল বৈঠক হয়।
রয়টার্সের সূত্র বলছে, বৈঠকে আদানি বাংলাদেশকে সামান্যতম ছাড় দিতে রাজি হয়নি। পিডিবি পারস্পরিক বোঝাপড়ার কথা বলেছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করেন আদানির কর্মকর্তারা।
আদানি পাওয়ারকে ইঙ্গিত করে বাংলাদেশি সূত্র রয়টার্সকে বলেছে, ‘তারা এক ডলারও ছাড় দিতে চায় না। আমরা কোনো ছাড় পাইনি। আমরা পারস্পরিক বোঝাপড়া চাই। কিন্তু তাঁরা বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুসরণ করছে।’
আদানি পাওয়ার রয়টার্সকে কোনো মন্তব্য দিতে রাজি হয়নি। তবে গত মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, ‘ক্রেতার চাহিদার ওপর বিদ্যুৎ সরবরাহ নির্ভরশীল, যা পরিবর্তনশীল।’
এবিষয়ে রয়টার্স বিপিডিবির কাছে মন্তব্য চেয়েও পায়নি। তবে আদানির বিদ্যুতের বকেয়া মেটানোর চেষ্টা চলছে বলে এর আগে পিডিবির চেয়ারপার্সন রেজাউল করিম জানিয়েছিলেন।
কয়েক দিন আগে রয়টার্সকে তিনি বলেন, আদানির সঙ্গে এখন আর বড় কোনো সমস্যা নেই এবং পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শিগগিরই শুরু হবে। বিদ্যুৎ কেনা বাবদ আদানি পাওয়ারকে প্রতি মাসে ৮ কোটি ৫০ লাখ ডলারের বেশি পরিশোধের চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন:–
হাতিরঝিলে ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘বিউটিফুল বাংলাদেশ রান ২০২৫’। এটিজেএফবি আয়োজিত এই রানে স্পনসর হিসেবে যুক্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে মালদ্বীপ, ব্যাংকক ও কক্সবাজার রুটের ফ্রি এয়ার টিকিট।
৪ ঘণ্টা আগেবিশ্বের বৃহৎ তাপ কয়লা আমদানিকারক দেশগুলো চলতি ২০২৫ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি–মার্চ) কয়লা আমদানি কমিয়ে দিয়েছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা কেপ্লারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহৎ দেশগুলোর কয়লা আমদানি তিন বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
১০ ঘণ্টা আগেসোনার দামের এই ঊর্ধ্বগতি দেখে বিভিন্ন ব্যাংক তাদের পূর্বাভাস পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। ওসিবিসি ব্যাংকের বিশ্লেষকেরা মনে করছেন, ভূরাজনৈতিক অস্থিরতা এবং শুল্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় নিরাপদ বিনিয়োগ এবং মূল্যস্ফীতি থেকে সুরক্ষার জন্য সোনার চাহিদা আরও বাড়বে। তাঁরা মনে করেন, বিশ্বজুড়ে বাণিজ্য নিয়ে
২ দিন আগেচীনের আবাসন খাতে বিনিয়োগ করা বিদেশি বিনিয়োগকারীরা বিপাকে পড়েছেন। ২০২১ সাল থেকে প্রায় ১৫০ বিলিয়ন ডলারের বন্ডের সুদ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে চীনের আবাসন কোম্পানিগুলো। দীর্ঘ আলোচনার পরও বিনিয়োগকারীরা এখন পর্যন্ত মাত্র ০.৬% অর্থ ফেরত পেয়েছেন। সরকারের বিভিন্ন প্রচেষ্টা সত্ত্বেও বাজারে আস্থার সংকট
৩ দিন আগে