Ajker Patrika

প্রশ্নবিদ্ধ হিমায়িত মাছ , আমদানি নিয়ে বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩: ০৫
প্রশ্নবিদ্ধ হিমায়িত মাছ , আমদানি নিয়ে বৈঠক আজ

আফ্রিকা ও ইউরোপ থেকে বিভিন্ন প্রজাতির হিমায়িত মাছ সাময়িকভাবে আমদানি করে বাংলাদেশ। পরে তা প্রক্রিয়াজাত করে রপ্তানি করা হয়। তবে এসব মাছে ক্ষতিকর উপাদান থাকে বলে অভিযোগ ওঠার পর এভাবে মাছ আমদানি ও রপ্তানির কার্যক্রম এখন প্রশ্নবিদ্ধ। এমন পরিস্থিতিতে একটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদেশি হিমায়িত মাছ আমদানির বিষয়ে অনুমোদন দিতে সভা ডেকেছে মৎস্য অধিদপ্তর। আজ বুধবার মৎস্য অধিদপ্তরে এ বৈঠকটি হওয়ার কথা।

মৎস্য অধিদপ্তরের একটি চিঠি থেকে জানা যায়, চট্টগ্রামের পাহাড়তলী এলাকার প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুড লিমিটেড বিদেশ থেকে হিমায়িত মাছ আমদানি করে তা ইউরোপের কয়েকটি দেশ ও রাশিয়ায় রপ্তানি করতে চায়। প্রতিষ্ঠানটির আবেদনের পরিপ্রেক্ষিতে মৎস্য অধিদপ্তর অনুমোদন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়। তাই সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ওই বৈঠকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

তবে, মাছে প্রায় স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ যেখানে নিজের দেশের উৎপাদিত মাছ রপ্তানি করতে পারে, সেখানে বিদেশ থেকে মাছ এনে তা রপ্তানি করার বিষয়টি কয়েক বছর ধরেই প্রশ্নবিদ্ধ। এসব মাছে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নানান উপাদান থাকে বলে বিভিন্ন গবেষণায় ধরা পড়েছে বলে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে। এই নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ও একবার বিষয়টি পর্যালোচনা করে করণীয় ঠিক করতে মৎস্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল। মৎস্য খাতের উদ্যোক্তারা জানান, ডলার-সংকটের এ সময়ে ক্ষতিকর ও নিম্নমানের মাছ আমদানি করার বিষয়টি অর্থনীতির জন্য সহায়ক হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত