জিএসপি প্লাস চাইলে মানবাধিকার পরিস্থিতি ঠিক করতে হবে: ইউরোপীয় প্রতিনিধি দল

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

ইউরোপের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকার (জিএসপি প্লাস) সুবিধা পেতে চাইলে অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতি ঠিক করার পরামর্শ দিয়েছেন ঢাকা সফররত ইউরোপীয় সংসদের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের প্রধান হেইদি হাওতালা। এ ছাড়া বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যা, গুম, নাগরিক সমাজের স্থান সংকুচিত করাসহ বিভিন্ন ধরনের মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলোতে তাঁদের উদ্বেগ রয়েছে বলেও জানান তিনি। আর ‘রানা প্লাজা’ দুর্ঘটনার পর এখন পর্যন্ত বাংলাদেশে কর্মপরিবেশের যথেষ্ট উন্নয়ন হয়নি বলেও মন্তব্য করেন হেইদি হাওতালা।

আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাবের সঙ্গে ‘ডিক্যাব টক’ এ অংশ নেন বাংলাদেশ সফররত ইউরোপীয় সংসদীয় কমিটি। এতে উপস্থিত হয়ে ইউরোপীয় সংসদের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দলের প্রধান হেইদি হাওতালা এবং রেপোর্টিয়ার ম্যাক্সিমিলিয়ান ক্রাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ঢাকার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি উপস্থিত ছিলেন। ডিক্যাব টক পরিচালনা করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাস। 

জিএসপি প্লাস পেতে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার প্রয়োজন রয়েছে? এর উত্তরে হেইদি হাওতালা বলেন, ‘বাংলাদেশ ৫০ বছরে এমন পরিস্থিতিতে পৌঁছেছে, যেখানে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে গড়ে তুলতে হবে। বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও সংসদকে শক্তিশালী করতে হবে। বাংলাদেশে উচ্চ পর্যায়ের দুর্নীতিকে আমলে নিতে হবে। কারণ বাংলাদেশের মানুষের কল্যাণ এসব প্রতিষ্ঠানকে শক্তিশালী করা ছাড়া সম্ভব হবে না। ইইউ এ বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’ আর বাংলাদেশই একমাত্র দেশ নয় যাদের এ চ্যালেঞ্জগুলো রয়েছে। ইইউতেও এ সমস্যাগুলো রয়েছে। হাঙ্গেরি, পোল্যান্ডসহ কয়েকটি দেশ তাদের বিচার বিভাগের স্বাধীনতাতে হস্তক্ষেপ করছে বলে উল্লেখ করেন হেইদি।

হেইদি হাওতালা বলেন, ‘জিএসপি প্লাস পেতে বাংলাদেশকে জাতিসংঘে ৩০টিরও অধিক সনদে সই করতে হবে। এর মধ্যে জাতিসংঘের দুর্নীতি বিরোধী সনদের পূর্ণ বাস্তবায়নে আমি জোর দিচ্ছি। জিএসপি প্লাস পেতে বাংলাদেশকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এ জন্য বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত ইইউ।’

জিএসপি পর্যালোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে হেইদি বলেন, ‘বর্তমানে আমরা এটি পর্যালোচনার মধ্যেই রয়েছি। এবারের পর্যালোচনার পর ২০২৯ পর্যন্ত জিএসপির পর্যালোচনা আর হবে না।’

প্রারম্ভিক বক্তব্যে প্রতিনিধি দলের প্রধান বলেন, ‘শ্রম আইনের পূর্ণ বাস্তবায়নের জন্য বাংলাদেশে একটি স্বাধীন বিচার বিভাগ প্রয়োজন। সম্প্রতি করা শ্রম আদালত সেই পদক্ষেপের একটি অংশ। শ্রম আইনের জন্য একটি সত্যিকারের স্বাধীন ও কার্যকরী বিচার ব্যবস্থা গড়ে তোলার অর্থ হচ্ছে দেশের সার্বিক বিচারকদের স্বাধীনতা ও দীর্ঘ মেয়াদে বাংলাদেশের মানুষের সমৃদ্ধির জন্য একটি পদক্ষেপ।’

বাংলাদেশের কর্মপরিবেশ পরিস্থিতির মূল্যায়ন জানতে চাইলে হেইদি হাওতালা বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনার পরে কর্মপরিবেশের যথেষ্ট উন্নয়ন হয়নি। ভবন ও অগ্নি নিরাপত্তার বিষয়টি সংশোধন করা হয়েছে। তবে কর্মপরিবেশের নিরাপত্তার বিষয়টিতে ক্রমাগত গুরুত্ব দেওয়া জরুরি।’ 

বাংলাদেশের শ্রম আইনের পূর্ণ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সাড়া পেয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘শ্রম অধিকারের পর্যাপ্ত সুরক্ষা তখনই নিশ্চিত করা যাবে যখন মৌলিক মানবাধিকারকে নিশ্চিত করা যাবে। জিএসপি প্লাসের মৌলিক শর্তের মধ্যে অন্যমত হচ্ছে মানবাধিকার নিশ্চিত করা।’

হেইদি হাওতালা বলেন, ‘নাগরিক সমাজের মতপ্রকাশের জন্য পর্যাপ্ত সুযোগ থাকতে হবে। এ ছাড়া বিচারবহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুম নিয়ে আমাদের যথেষ্ট উদ্বেগ রয়েছে। আমাদের ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) নিয়ে উদ্বেগ রয়েছে, যার সঙ্গে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা অন্যতম। আইনমন্ত্রীর সঙ্গে আলোচনায় জানা গেছে যে, ডিএসএ সংশোধনের একটি প্রক্রিয়া চলছে।’

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই, ইইউ বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কোনো প্রস্তাব করেনি। আর রাশিয়া ইস্যুতে যে পরিস্থিতি বিশ্বে সৃষ্টি হয়েছে, তার জন্য পশ্চিমাদের দোষ দেওয়া হয়, এটি একটি ভুল ধারণা। এ পরিস্থিতির মূল কারণ হচ্ছে আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো রক্ষা করা। একটি শান্তিপূর্ণ সার্বভৌম দেশে আগ্রাসন চালানো হয়েছে। দিন শেষে নিষেধাজ্ঞা একটি মাধ্যম, যা দিয়ে এ সংঘাত বন্ধ করা সম্ভব। আর হয়তো দখলকারী তার স্থান থেকে সরে আসবে।’

গত ১৭ই জুলাই ঢাকা আসে ইউরোপীয় সংসদের ছয় সদস্যের বাণিজ্য বিষয়ক প্রতিনিধি দল। এ সফরে তৈরি পোশাক শিল্পের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, শ্রম সংগঠন, নাগরিক সমাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁরা। ২০ জুলাই টেক্সটাইল ও ওষুধ প্রস্তুতকারী কারখানা পরিদর্শনে যাবে এ সংসদীয় প্রতিনিধি দল। ২০ জুলাই সন্ধ্যায় প্রতিনিধি দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত