Ajker Patrika

কাল থেকে ঢাকা-চট্টগ্রামে সপ্তাহব্যাপী চাল-ডাল-তেল বিক্রি করবে টিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কাল থেকে ঢাকা-চট্টগ্রামে সপ্তাহব্যাপী চাল-ডাল-তেল বিক্রি করবে টিসিবি

আগামী ১ সপ্তাহের জন্য ঢাকা ও চট্টগ্রামে সাধারণ ভোক্তাদের কাছে ট্রাকসেলের মাধ্যমে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু করছে বাণিজ্য মন্ত্রণালয়। নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবার এসব সুবিধা পাবেন। পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, ডাল ও ভোজ্য তেল। 

আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়—ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তরের সরবরাহকৃত চাল বিক্রির ব্যবস্থা করা হয়েছে। 

এই কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩০ তারিখ পর্যন্ত চলবে। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসলে পরবর্তীতে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে। বৃহস্পতিবার সকাল ১০টায় দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়), তেজগাঁও শিল্প এলাকা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। 

যত দামে, যে পরিমাণ মিলবে পণ্য
ভোজ্যতেল ২ লিটার (প্রতি লিটার ১০০ টাকা) 
মশুর ডাল ২ কেজি (প্রতি কেজি ৬০ টাকা) 
চাল ৫ কেজি (প্রতি কেজি ৩০ টাকা)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত