বিটকয়েনকে মূল্যহীন বললেন জেপি মরগান চেজের চেয়ারম্যান 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১৪: ৫১
Thumbnail image

বিটকয়েনকে মূল্যহীন মুদ্রা বলে আখ্যায়িত করেছেন বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকিং সংস্থা জেপি মরগ্যান চেজের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি ডিমন। মার্কিন স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন। 

সংবাদ সম্মেলনে জেমি ডিমন বলেন, এটি নিয়ে কে কী ভাবল সেটি ব্যাপার নয়, তবে ক্রিপ্টোকারেন্সিগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হবে। তারা এটি মানি লন্ডারিং ঠেকাতে, ব্যাংক গোপনীয়তা আইন বাস্তবায়ন ও করের জন্য নিয়ন্ত্রণ করবে। 

বিশ্বের অন্যতম শক্তিশালী ব্যাংকিং সংস্থা জেপি মরগ্যান চেজের প্রধান বিটকয়েনের তুখোড় সমালোচকদের মধ্যে একজন। একসময় তিনি এটিকে প্রতারণা বলে আখ্যায়িত করেছিলেন। পরে এ নিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন জেমি ডিমন।

তবে জেপি মরগান চেজের সঙ্গে জেমি ডিমনের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। চলতি গ্রীষ্মে জেপি মর্গান গ্রাহকদের ক্রিপ্টোকারেন্সি ফান্ডে অ্যাক্সেস দিয়েছে। 

এ প্রসঙ্গে ডিমন বলেন, `আমাদের গ্রাহকেরা প্রাপ্তবয়স্ক। যদি তাঁরা ক্রয় ও বিক্রয়ে বিটকয়েন ব্যবহার করতে চান, তাহলে আমরা এটিতে খবরদারি করতে পারি না।' 

তবে চেজের এমন বক্তব্যের পর বিটকয়েনের বাজারে কোনো প্রভাব পড়তে দেখা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত