Ajker Patrika

বিমানের যাত্রীসেবা উন্নত করা ও লাভজনক রুট চালু করা হবে আমার কাজ: ফারুক খান

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৮: ৩৮
বিমানের যাত্রীসেবা উন্নত করা ও লাভজনক রুট চালু করা হবে আমার কাজ: ফারুক খান

লাগেজ হ্যান্ডলিংসহ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীসেবার মান উন্নত করার পাশাপাশি লাভজনক গন্তব্যে বিমানের নতুন নতুন রুট চালু করাকে অগ্রাধিকার দিতে চান নতুন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।

মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো বিজয়ী আওয়ামী লীগ সরকারের এই বিমানমন্ত্রী ১৯৯৬ সালে প্রথম সরকারেও একই দায়িত্বে ছিলেন।  

সাবেক সেনা কর্মকর্তা ফারুক খান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাতে অনেক উন্নয়নকাজ চলমান রয়েছে। আমার কাজ হবে আমার অতীতের অভিজ্ঞতার আলোকে এই উন্নয়ন কাজগুলোকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীসেবা ও লাগেজ হ্যান্ডলিংয়ের মান আরও উন্নত করা এবং লাভজনক গন্তব্যে বিমানের নতুন নতুন রুট চালু করা।’

মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। ছবি: আজকের পত্রিকাবিমানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পর্যটনের অপার সম্ভাবনার দেশ। পর্যটনের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে দেশে নতুন নতুন পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র তৈরি করার লক্ষ্যে কাজ করব। পর্যটনশিল্পে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি বলেন, বাংলাদেশের পর্যটন উন্নয়নে বেসরকারি খাতে অনেক কাজ হচ্ছে, তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে একটি স্মার্ট মিনিস্ট্রি হিসেবে গড়ে তোলা হবে।
 
এর আগে সকালে কার্যালয়ে পৌঁছালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত