আয়নাল হোসেন, ঢাকা
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত শুক্রবার থেকে সরকারের ধার্য করা দামে চিনি বিক্রি হবে বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু কোথাও নতুন দামে চিনি বিক্রি হচ্ছে না। অন্যদিকে চার-পাঁচ দিন ধরে বাজার থেকে প্যাকেটজাত চিনি উধাও হয়ে গেছে।
চিনির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সরকার খোলা চিনির দাম খুচরায় কেজিতে ৭৪ টাকা এবং প্যাকেটজাত ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মিলগেট ও পাইকারি বাজারে কে কত দামে বিক্রি করবে, তা করেনি। ফলে বাজারে কেউ সরকারের নির্দেশনা মানছে না। কোথাও কোথাও প্যাকেটজাত চিনি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এ অবস্থায় সরকারের নির্দেশনা কার্যকর হতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন মিলাররা। তবে মিল থেকে কম দামে চিনি না পেলে খুচরায় কম দামে বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারাও বলছেন, পাইকারিতে কমে কিনতে না পারলে দাম কমানোর সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে বাজার থেকে চার-পাঁচ দিন ধরে প্যাকেটজাত চিনি উধাও হয়ে গেছে। তবে সুপার শপগুলোয় প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে। গতকাল রাজধানীর নয়াবাজার, মৌলভীবাজার, কারওয়ান বাজার ও রামপুরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের কাছে প্যাকেটজাত চিনির সরবরাহ নেই।
রাজধানীর পূর্ব রামপুরা বাজারের মেসার্স মদিনা ট্রেডার্সের ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে তাঁদের কাছে প্যাকেটজাত কোনো চিনির সরবরাহ নেই। মৌলভীবাজারের খুচরা চিনি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তাঁদের বাজারে প্যাকেটজাত কোনো চিনির সরবরাহ নেই। ঢাকার দোহারে খোঁজ নিয়েও একই খবর পাওয়া গেছে।
সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি না হওয়ার বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আপনাদের আর কোনো কাজ নেই। শুধু চিনির পেছনে লেগে আছেন। আজ (রোববার) আমাদের অ্যাসোসিয়েশনের বৈঠকে মিলগেট ও পাইকারি দাম নির্ধারণ করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, আন্তর্জাতিক বাজারে আগে অপরিশোধিত চিনির দাম ছিল টন ৩৫০-৩৬০ মার্কিন ডলার। বর্তমানে তা ৫৫০-৫৬০ ডলারে বিক্রি হচ্ছে। কিন্তু সরকার আমদানি শুল্ক কমাচ্ছে না। এখনো কেজিতে চিনির আমদানি শুল্ক প্রায় ৩০ টাকা, যা বিশ্বের কোথাও নেই। এই পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চিনির ওপর আরোপিত কর কমাতে কিংবা ভ্যাট মওকুফের জন্য অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠিও দেন। কিন্তু অর্থমন্ত্রী কিংবা রাজস্ব বোর্ডের তরফে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
দেশে চিনির দাম অস্বাভাবিক বাড়ায় গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে দাম নির্ধারণ করে দেয়। শুক্রবার থেকে কার্যকরের নির্দেশ দেয়।
নির্দেশনা মেনে চলা হচ্ছে কি না, তা নজরদারি করতে জাতীয় ভোক্তা অধিকার সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিরাজমান অবস্থান সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজারে আগের বেশি দামের চিনির সরবরাহ রয়ে গেছে। তা শেষ হলে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে। তবে এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে গত শুক্রবার থেকে সরকারের ধার্য করা দামে চিনি বিক্রি হবে বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু কোথাও নতুন দামে চিনি বিক্রি হচ্ছে না। অন্যদিকে চার-পাঁচ দিন ধরে বাজার থেকে প্যাকেটজাত চিনি উধাও হয়ে গেছে।
চিনির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, সরকার খোলা চিনির দাম খুচরায় কেজিতে ৭৪ টাকা এবং প্যাকেটজাত ৭৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু মিলগেট ও পাইকারি বাজারে কে কত দামে বিক্রি করবে, তা করেনি। ফলে বাজারে কেউ সরকারের নির্দেশনা মানছে না। কোথাও কোথাও প্যাকেটজাত চিনি কেজি ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
এ অবস্থায় সরকারের নির্দেশনা কার্যকর হতে আরও কয়েক দিন লাগবে বলে জানিয়েছেন মিলাররা। তবে মিল থেকে কম দামে চিনি না পেলে খুচরায় কম দামে বিক্রির সুযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। খুচরা বিক্রেতারাও বলছেন, পাইকারিতে কমে কিনতে না পারলে দাম কমানোর সুযোগ নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, সারা দেশে বাজার থেকে চার-পাঁচ দিন ধরে প্যাকেটজাত চিনি উধাও হয়ে গেছে। তবে সুপার শপগুলোয় প্যাকেটজাত চিনি পাওয়া যাচ্ছে। গতকাল রাজধানীর নয়াবাজার, মৌলভীবাজার, কারওয়ান বাজার ও রামপুরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, তাদের কাছে প্যাকেটজাত চিনির সরবরাহ নেই।
রাজধানীর পূর্ব রামপুরা বাজারের মেসার্স মদিনা ট্রেডার্সের ব্যবসায়ী আরিফুল ইসলাম জানান, এক সপ্তাহ ধরে তাঁদের কাছে প্যাকেটজাত কোনো চিনির সরবরাহ নেই। মৌলভীবাজারের খুচরা চিনি ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তাঁদের বাজারে প্যাকেটজাত কোনো চিনির সরবরাহ নেই। ঢাকার দোহারে খোঁজ নিয়েও একই খবর পাওয়া গেছে।
সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি না হওয়ার বিষয়ে জানতে চাইলে সিটি গ্রুপের পরিচালক বিশ্বজিৎ সাহা বলেন, ‘আপনাদের আর কোনো কাজ নেই। শুধু চিনির পেছনে লেগে আছেন। আজ (রোববার) আমাদের অ্যাসোসিয়েশনের বৈঠকে মিলগেট ও পাইকারি দাম নির্ধারণ করা হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, আন্তর্জাতিক বাজারে আগে অপরিশোধিত চিনির দাম ছিল টন ৩৫০-৩৬০ মার্কিন ডলার। বর্তমানে তা ৫৫০-৫৬০ ডলারে বিক্রি হচ্ছে। কিন্তু সরকার আমদানি শুল্ক কমাচ্ছে না। এখনো কেজিতে চিনির আমদানি শুল্ক প্রায় ৩০ টাকা, যা বিশ্বের কোথাও নেই। এই পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চিনির ওপর আরোপিত কর কমাতে কিংবা ভ্যাট মওকুফের জন্য অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চিঠিও দেন। কিন্তু অর্থমন্ত্রী কিংবা রাজস্ব বোর্ডের তরফে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।
দেশে চিনির দাম অস্বাভাবিক বাড়ায় গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করে দাম নির্ধারণ করে দেয়। শুক্রবার থেকে কার্যকরের নির্দেশ দেয়।
নির্দেশনা মেনে চলা হচ্ছে কি না, তা নজরদারি করতে জাতীয় ভোক্তা অধিকার সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিরাজমান অবস্থান সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজারে আগের বেশি দামের চিনির সরবরাহ রয়ে গেছে। তা শেষ হলে নতুন নির্ধারিত দামে বিক্রি হবে। তবে এ ব্যাপারে ভোক্তা অধিকার অধিদপ্তরকে তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামীপন্থি নীল দল। ১৫টি পদের মধ্যে ৯টিতে জয়লাভ করে তারা। বিএনপি-জামায়াত সমর্থিত সবুজ দল থেকে ১টি এবং স্বতন্ত্র হলুদ দল ৫টি পদে বিজয়ী হয়েছে।
১০ মিনিট আগেদেশের ২৬ সাংবাদিকসহ ২৯ জনের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একই সঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে সংস্থাটি। রোববার বিএফআইইউয়ের সংশ্লিষ্ট একা
২৮ মিনিট আগেআইন মেনে ব্যবসা করার ক্ষেত্রে কর কাঠামোকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেছেন ৫৭ শতাংশ এসএমই উদ্যোক্তা। আর ব্যবসা সনদ (ট্রেড লাইসেন্স) নবায়ন পদ্ধতিকে বাধা মনে করেন ৫৪ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। ট্রেড লাইসেন্সের অতিরিক্ত ব্যয়কে বাধা হিসেবে দেখছেন অন্তত ৫১ শতাংশ। আর ৪৪ শতাংশ উদ্যোক্তার দাবি, সরকার
২ ঘণ্টা আগেনদী, পাহাড় আর সাগরে ঘেরা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের অনিন্দ্যসুন্দর জনপদ আমাদের এই বাংলাদেশ। এ দেশের বৈচিত্র্যময় সৌন্দর্যকে পৃথিবীর সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে এ বছর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ ব্র্যান্ড রুচি আয়োজন করে ট্র্যাভেলের ছবি, ভিডিও আর গল্প নিয়ে প্রতিযোগিতা ‘রুচি বিউটিগ্রাম সিজন সিক্স’।
২ ঘণ্টা আগে