নিজস্ব প্রতিবেদক
ঢাকা: টানা উত্থানের পর দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সে সঙ্গে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দেড় ঘণ্টা এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টার লেনদেনে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। ফলে সূচকও নিম্নমুখী হয়ে পড়ে। পাশাপাশি ডিএসইতে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে ২৪৭ কোটি টাকা।
ফলে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন কমেছে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা।
সোমবার লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১০৫টির, দাম কমেছে ১৭৯টির এবং ৭০টির দাম অপরিবর্তিত ছিল।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রবি’র লেনদেনের পরিমাণ ৫৩ কোটি ৯১ লাখ টাকা।
আর ডিএসইতে সোমবার লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, প্রভাতী ইনস্যুরেন্স এবং নিটল ইনস্যুরেন্স।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট। সিএসইতে লেনদেনের পরিমাণ সোমবার ছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনকৃত ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে, দাম কমেছে ১২৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত ছিল।
ঢাকা: টানা উত্থানের পর দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। সে সঙ্গে দরপতনের তালিকায় নাম লিখিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের প্রথম দেড় ঘণ্টা এ ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকে। তবে শেষ ঘণ্টার লেনদেনে একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমতে থাকে। ফলে সূচকও নিম্নমুখী হয়ে পড়ে। পাশাপাশি ডিএসইতে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে ২৪৭ কোটি টাকা।
ফলে দিনের লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৫ হাজার ৫১১ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ২ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। ডিএসইতে সোমবার লেনদেন হয়েছে ১ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪০৬ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে লেনেদেন কমেছে ২৪৭ কোটি ১৩ লাখ টাকা।
সোমবার লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসইতে দাম বেড়েছে ১০৫টির, দাম কমেছে ১৭৯টির এবং ৭০টির দাম অপরিবর্তিত ছিল।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৬৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৬৫ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা রবি’র লেনদেনের পরিমাণ ৫৩ কোটি ৯১ লাখ টাকা।
আর ডিএসইতে সোমবার লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, বাংলাদেশ ফাইন্যান্স, সোনার বাংলা ইনস্যুরেন্স, ম্যাকসন স্পিনিং, প্রভাতী ইনস্যুরেন্স এবং নিটল ইনস্যুরেন্স।
দেশের অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৯ পয়েন্ট। সিএসইতে লেনদেনের পরিমাণ সোমবার ছিল ৬২ কোটি ৩৮ লাখ টাকা। লেনদেনকৃত ২৬২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে, দাম কমেছে ১২৫টির এবং ৪৮টির দাম অপরিবর্তিত ছিল।
বাংলাদেশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জাতীয় পর্যালোচনা কমিটি রোববার অন্তর্বর্তীকালীন সরকারকে বড় বিদ্যুৎ উৎপাদন চুক্তি, যা ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে স্বাক্ষরিত হয়েছিল, পুনরায় পর্যালোচনা করতে সহায়তার জন্য একটি খ্যাতিমান আইনি এবং তদন্ত সং
২ ঘণ্টা আগেশুরুতেই থমকে গেছে এস আলমের অর্থ পাচারের অনুসন্ধান। এক মাসের বেশি সময় ধরে তাঁদের অর্থ পাচার তদন্তের কাজ সিআইডিতে থমকে রয়েছে। এর নেপথ্যে রয়েছে স্বয়ং এস আলম গ্রুপের প্রভাব ও আধিপত্য। এতে সহযোগিতা করছে প্রভাবশালী একটি মহল। অনুসন্ধানে ওই মহলের ইচ্ছার গুরুত্ব না দেওয়ায় বদলি করা হয়েছে অর্থ পাচার...
৩ ঘণ্টা আগেশেখ হাসিনা সরকারের আমলে গত সাড়ে ১৫ বছরে বেসরকারি ও যৌথ অংশীদারত্ব মিলিয়ে ৮৯টি বিদ্যুৎকেন্দ্রের অনুমতি দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের সঙ্গে করা বেশির ভাগ চুক্তিই নানা কারণে প্রশ্নবিদ্ধ হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বড় বড় বিদ্যুৎ উৎপাদন
৪ ঘণ্টা আগেইউরোপের বাজারে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি নেতিবাচক ধারাতেই আছে। চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে ইউরোপে পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক শূন্য ৬ শতাংশ। ইউরোস্টেটের তথ্যমতে, এ সময় ইউরোপের বাজারগুলোতে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি হয়েছে ১৪ দশমিক ৬০ বিলিয়ন ডলার, যা গত বছর একই সময় ছি
৪ ঘণ্টা আগে