নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি অর্থায়ন সহজ করার উদ্যোগ নিয়েছে উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম। কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বাংলামোটরে ৩০ জন নারী উদ্যোক্তাকে ‘বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনরশিপ সার্টিফিকেট’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মধ্যেই উদ্যোক্তাদের ঋণ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হবে। ফলে প্রশিক্ষণের পরে পুঁজির জন্য উদ্যোক্তাদের বসে থাকতে হবে না।
৭ দিনব্যাপী এই প্রশিক্ষণ ও অর্থায়ন কার্যক্রমের প্ল্যাটফর্মে রয়েছে এসএমই খাতের অংশীজনদের সংগঠন উত্তরণ, নারী উদ্যোক্তা ফোরাম (নাফ), অনলাইনভিত্তিক বাজার প্ল্যাটফর্ম এমএসএমইবিডি. কম, কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড এডুকেশন (সিফা) ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান এসএএসবিএ।
অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তা নিগার সুলতানা বলেন, ‘যিনি আমার মতোই ছোট ব্যবসা করছেন, তিনি কি আমার ঋণের দায় নিতে চাইবেন? কখনোই অন্য আরেকজনের ঋণের দায় কেউ নিতে চান না। এতে করে গ্যারান্টারসহ ঋণপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা রয়েই গেছে।’
উদ্যোক্তাদের এসব সমস্যা নিরসনে কাজ করবে উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি। প্রশিক্ষণ শেষে অর্থায়নের জন্য ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। প্রয়োজনে গ্যারান্টারের ভূমিকায় অবতীর্ণ হবে প্ল্যাটফর্মটি। প্রাথমিকভাবে এই কার্যক্রমে এগিয়ে আসছে তিনটি ব্যাংক। এগুলো হলো ইস্টার্ন, ইউসিবিএল ও ব্যাংক এশিয়া।
এ বিষয়ে উত্তরণের টিম লিডার মো. কামরুজ্জামান বলেন, ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনেকেই জয়িতা, বিসিক, এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন। কিন্তু প্রশিক্ষণ পর্যন্তই সেটা সীমাবদ্ধ। প্রশিক্ষণের পরে তাঁদের কী হয়, সে বিষয়ে কোনো খোঁজ রাখা হয় না।’
তিনি যোগ করেন, এসব জটিলতা নিরসনের লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।
কামরুজ্জামান বলেন, ‘প্রশিক্ষণ শেষ হলেই উদ্যোক্তাদের সঙ্গে এই প্ল্যাটফর্মের সম্পর্ক শেষ হয়ে যাবে না। পরবর্তীতেও উদ্যোক্তাদের তদারকি, প্রশিক্ষণ, তথ্য, পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আকতার বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের জটিলতা কমাতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।’
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন ইস্টার্ন ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের ব্রাঞ্চ সেলস ও সার্ভিস ম্যানেজার রওশন আলী।
উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়নের চমৎকার প্রচেষ্টা এটি। নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হলে শুধু তাঁদের জন্যই ভালো নয়, এটা দেশের জন্যও ভালো। এর মাধ্যমে তাঁরা দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। ইস্টার্ন ব্যাংক এসএমই কার্যক্রম চালুর পর থেকেই ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে রয়েছে।’
দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি অর্থায়ন সহজ করার উদ্যোগ নিয়েছে উদ্যোক্তাদের একটি প্ল্যাটফর্ম। কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বাংলামোটরে ৩০ জন নারী উদ্যোক্তাকে ‘বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনরশিপ সার্টিফিকেট’ শীর্ষক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণের মধ্যেই উদ্যোক্তাদের ঋণ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন হবে। ফলে প্রশিক্ষণের পরে পুঁজির জন্য উদ্যোক্তাদের বসে থাকতে হবে না।
৭ দিনব্যাপী এই প্রশিক্ষণ ও অর্থায়ন কার্যক্রমের প্ল্যাটফর্মে রয়েছে এসএমই খাতের অংশীজনদের সংগঠন উত্তরণ, নারী উদ্যোক্তা ফোরাম (নাফ), অনলাইনভিত্তিক বাজার প্ল্যাটফর্ম এমএসএমইবিডি. কম, কানাডিয়ান ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড এডুকেশন (সিফা) ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান এসএএসবিএ।
অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তা নিগার সুলতানা বলেন, ‘যিনি আমার মতোই ছোট ব্যবসা করছেন, তিনি কি আমার ঋণের দায় নিতে চাইবেন? কখনোই অন্য আরেকজনের ঋণের দায় কেউ নিতে চান না। এতে করে গ্যারান্টারসহ ঋণপ্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন জটিলতা রয়েই গেছে।’
উদ্যোক্তাদের এসব সমস্যা নিরসনে কাজ করবে উদ্যোক্তাদের এই প্ল্যাটফর্মটি। প্রশিক্ষণ শেষে অর্থায়নের জন্য ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। প্রয়োজনে গ্যারান্টারের ভূমিকায় অবতীর্ণ হবে প্ল্যাটফর্মটি। প্রাথমিকভাবে এই কার্যক্রমে এগিয়ে আসছে তিনটি ব্যাংক। এগুলো হলো ইস্টার্ন, ইউসিবিএল ও ব্যাংক এশিয়া।
এ বিষয়ে উত্তরণের টিম লিডার মো. কামরুজ্জামান বলেন, ‘ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের অনেকেই জয়িতা, বিসিক, এসএমই ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন। কিন্তু প্রশিক্ষণ পর্যন্তই সেটা সীমাবদ্ধ। প্রশিক্ষণের পরে তাঁদের কী হয়, সে বিষয়ে কোনো খোঁজ রাখা হয় না।’
তিনি যোগ করেন, এসব জটিলতা নিরসনের লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম।
কামরুজ্জামান বলেন, ‘প্রশিক্ষণ শেষ হলেই উদ্যোক্তাদের সঙ্গে এই প্ল্যাটফর্মের সম্পর্ক শেষ হয়ে যাবে না। পরবর্তীতেও উদ্যোক্তাদের তদারকি, প্রশিক্ষণ, তথ্য, পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’
নারী উদ্যোক্তা ফোরামের সভাপতি রাফিয়া আকতার বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়নের জটিলতা কমাতে হবে। এ লক্ষ্যে আমরা কাজ করছি।’
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন ইস্টার্ন ব্যাংকের এসএমই ব্যাংকিংয়ের ব্রাঞ্চ সেলস ও সার্ভিস ম্যানেজার রওশন আলী।
উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তির বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও অর্থায়নের চমৎকার প্রচেষ্টা এটি। নারী উদ্যোক্তারা স্বাবলম্বী হলে শুধু তাঁদের জন্যই ভালো নয়, এটা দেশের জন্যও ভালো। এর মাধ্যমে তাঁরা দেশের অর্থনীতিতেও অবদান রাখতে পারেন। ইস্টার্ন ব্যাংক এসএমই কার্যক্রম চালুর পর থেকেই ক্ষুদ্র উদ্যোক্তাদের সঙ্গে রয়েছে।’
ভবিষ্যৎ আয়ের এক অপার সম্ভাবনার দুয়ার হলো বিমা—যাকে সংকটকালে নির্ভেজাল এক বিশ্বস্ত সঙ্গী বলা যায়। বিশ্বজুড়ে তাই বিমার প্রতি মানুষের আকর্ষণ যেন অদম্য স্রোতের মতো ক্রমাগত বাড়ছে। অথচ এই ঢেউ বাংলাদেশে...
৭ ঘণ্টা আগে‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ ২৪। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে এই গণমাধ্যম।
৯ ঘণ্টা আগেএনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৯ ঘণ্টা আগেসাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা, শাখাপ্রধানেরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউন
৯ ঘণ্টা আগে