Ajker Patrika

এফ-কমার্স উদ্যোক্তাদের নিয়ে ই-ক্যাবের মিটআপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৩: ৪৭
এফ-কমার্স উদ্যোক্তাদের নিয়ে ই-ক্যাবের মিটআপ

দেশের এফ-কমার্স বা ফেসবুকের মাধ্যমে অনলাইনে ব্যবসা পরিচালনাকারী উদ্যোক্তাদের নিয়ে মিটআপ আয়োজিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর এক হোটেলে ‘এফ-কমার্স এন্ট্রাপ্রেনিউর মিটআপ’ নামে এই মিটআপের আয়োজন করা হয়। 

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সবচেয়ে জনপ্রিয় ফোরাম এফ-কমার্স অ্যালায়েন্স এই অনুষ্ঠানের আয়োজন করে। এই মিটআপে বিভিন্ন খাতের শতাধিক এফ-কমার্স উদ্যোক্তা উপস্থিত ছিলেন। 

মিটআপে ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন এবং এফ-কমার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান রুহুল কুদ্দুস ছোটনের জন্মদিন উদ্‌যাপন করে কেক কাটা হয়। বিকেল ৪টায় শুরু হয়ে ইফতারের পর রাত ৮টায় শেষ হয় এই মিটআপ। 

মিটআপে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দিন শিপন, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, পরিচালক সাইদুর রহমান, পরিচালক অর্নব মুস্তফা, আমরাই ডিজিটাল বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল লিয়াকত হোসাইন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভূষণ রায় লিটন, স্টিডফাস্ট কুরিয়ারের সিইও কে এম রিদওয়ানুল বারী জিওন, ওয়ালেটমিক্সের সিওও শাহীন মোহাম্মদ শামিউল হক, বিডিশপের সিইও জাকির হোসেন, আইএক্সপ্রেসের ম্যানেজিং ডিরেক্টর তাজুল ইসলাম, ই-ক্যাব এর বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও সদস্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

মিটআপের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এফ-কমার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস ছোটন। এ সময় তিনি বলেন, সারা দেশের এফ-কমার্স উদ্যোক্তাদের এক প্ল্যাটফর্মে আনতে কাজ করছে ই-ক্যাবের এফ-কমার্স অ্যালায়েন্স। ফেসবুক উদ্যোক্তাদের এগিয়ে নিতে এফ-কমার্স অ্যালায়েন্সের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেন তিনি। 

ই-ক্যাবের পরিচালক এবং এফ-কমার্স অ্যালায়েন্সের ডিরেক্টর ইনচার্জ সাইদুর রহমান বলেন, সারা দেশের এফ-কমার্স উদ্যোক্তাদের ব্যবসাকে আরও বড় পরিসরে এবং প্রাতিষ্ঠানিক ই-কমার্স ব্যবসায় রূপান্তর করার জন্য কাজ করছে এফ-কমার্স অ্যালায়েন্স। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি। 

এই এফ-কমার্স এন্ট্রাপ্রেনিউর মিটআপের পার্টনার ছিল স্টিডফাস্ট কুরিয়ার, এক্সপ্রেস ইন টাউন, বিডিশপ, পেপারফ্লাই, ওয়ালেটমিক্স, আই ভেঞ্চার, নুরতাজ ডটকম, আইএক্সপ্রেস, রিবানা, স্টাইজেন, বেস্টব্র্যান্ড ডটকম ডটবিডি, গ্রিড, কিরেই এবং বিক্রয়বাজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত