নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের অর্থনীতির উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ ও উন্নয়ন করতে হবে। দেশের অর্থনীতির স্বার্থে সমন্বিত আর্থিক ব্যবস্থা ও নীতিমালা দরকার।
এদিন এফআইডি সচিব নাজমা মোবারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএসইসিতে যান। বিএসইসি কার্যালয়ে আগমন এবং বৈঠকে অংশগ্রহণের জন্য সচিবকে ধন্যবাদ জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পুঁজিবাজারের বিদ্যমান সংকট নিরসনে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে বিএসইসি নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ ছাড়াও পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে মন্ত্রণালয় ও এফআইডির সহযোগিতার অনুরোধ জানান রাশেদ মাকসুদ।
বৈঠকে নাজমা মোবারক বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যোগ্য পরিবেশ তৈরি করতে হবে। এ সময় পুঁজিবাজারের বিভিন্ন নীতি—সংক্রান্ত বিষয়ে এবং বাজারে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্মসচিব কামরুল হক মারুফ, উপসচিব ফরিদা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে এফআইডি সচিবের উদ্যোগী মনোভাবের প্রশংসা করে মু. মোহসিন চৌধুরী বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সক্ষমতা বৃদ্ধিসহ কার্যক্রম বৃদ্ধির প্রয়োজন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপি বিনিয়োগ শিক্ষার প্রসার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের সহায়তার অনুরোধ জানান তিনি।
সাঈদ কুতুব বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে এফআইডি। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে পুঁজিবাজারে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি মালিকানাধীন ভালো কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তি এবং প্রতিটি তফসিলি ব্যাংক কর্তৃক সোলো ও কনসোলিডেটেড বিনিয়োগ সীমার অতিরিক্ত হিসাবে বিশেষ তহবিল ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকায় উন্নীতকরণ ও এর মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের জন্য বৃদ্ধির করে পুঁজিবাজারে তারল্য সহায়তা প্রদান এবং পুঁজিবাজারের উন্নয়ন সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে এফআইডিকে জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।
দেশের অর্থনীতির উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ের বিএসইসি ভবনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নের জন্য পুঁজিবাজারের বিকাশ ও উন্নয়ন করতে হবে। দেশের অর্থনীতির স্বার্থে সমন্বিত আর্থিক ব্যবস্থা ও নীতিমালা দরকার।
এদিন এফআইডি সচিব নাজমা মোবারক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা বিএসইসিতে যান। বিএসইসি কার্যালয়ে আগমন এবং বৈঠকে অংশগ্রহণের জন্য সচিবকে ধন্যবাদ জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। পুঁজিবাজারের বিদ্যমান সংকট নিরসনে এবং সম্ভাবনাকে কাজে লাগাতে বিএসইসি নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি। এ ছাড়াও পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে মন্ত্রণালয় ও এফআইডির সহযোগিতার অনুরোধ জানান রাশেদ মাকসুদ।
বৈঠকে নাজমা মোবারক বলেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বিএসইসি বৃহৎ ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের যোগ্য পরিবেশ তৈরি করতে হবে। এ সময় পুঁজিবাজারের বিভিন্ন নীতি—সংক্রান্ত বিষয়ে এবং বাজারে বিদ্যমান চ্যালেঞ্জগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার কথা উল্লেখ করেন তিনি।
এ সময় বিএসইসির কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, এফআইডির অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, যুগ্মসচিব কামরুল হক মারুফ, উপসচিব ফরিদা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের অর্থনীতি ও পুঁজিবাজারের স্বার্থে এফআইডি সচিবের উদ্যোগী মনোভাবের প্রশংসা করে মু. মোহসিন চৌধুরী বলেন, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সক্ষমতা বৃদ্ধিসহ কার্যক্রম বৃদ্ধির প্রয়োজন। পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং দেশব্যাপি বিনিয়োগ শিক্ষার প্রসার নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুঁজিবাজারের উন্নয়নে সংশ্লিষ্টদের সহায়তার অনুরোধ জানান তিনি।
সাঈদ কুতুব বলেন, পুঁজিবাজারের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহায়তা করবে এফআইডি। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে পুঁজিবাজারে বিদ্যমান নেগেটিভ ইক্যুইটির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সরকারি মালিকানাধীন ভালো কোম্পানিসমূহকে পুঁজিবাজারে তালিকাভুক্তি এবং প্রতিটি তফসিলি ব্যাংক কর্তৃক সোলো ও কনসোলিডেটেড বিনিয়োগ সীমার অতিরিক্ত হিসাবে বিশেষ তহবিল ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকায় উন্নীতকরণ ও এর মেয়াদ আগামী বছরের ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৫ বছরের জন্য বৃদ্ধির করে পুঁজিবাজারে তারল্য সহায়তা প্রদান এবং পুঁজিবাজারের উন্নয়ন সম্পৃক্ত বিভিন্ন বিষয়ে এফআইডিকে জোরালো ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেম ব্যবহারে ব্যবহারকারীদের শৈথিল্যের বিষয়টি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে। দেখা যাচ্ছে, অনেক ব্যবহারকারী তাঁদের ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ওটিপি অন্যদের সঙ্গে শেয়ার করছেন, যা সিস্টেমের নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত
৬ ঘণ্টা আগেঅর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা প্রতিযোগিতামূলক মূল্য দেবে, দ্রুত দেবে এবং মানসম্মত পণ্য দেবে, তাদের থেকেই আমরা পণ্য আনব (আমদানি করব)। সেটা ভারত বা বিভিন্ন দেশ হতে পারে। ভারত ও মিয়ানমারের সঙ্গে কথা বলছি। ভিয়েতনামের সঙ্গেও কথা বলছি। এগুলোর ব্যাপারে রাজনীতি ঢুকবে না।’
৬ ঘণ্টা আগে‘দেশে বন্যার কারণে বর্তমান বাজারে সবজি ও খাদ্যদ্রব্যের দাম বাড়তি। তবে নানা উদ্যোগের ফলে অবস্থা যতটা ভয়াবহ হওয়ার কথা ছিল, তার চেয়ে কম রয়েছে। সামনে আরও কমে আসবে। মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনতে পারলে ব্যাংকের সুদ ও নীতি সুদহার কমিয়ে আনব। আমাদের লক্ষ্য আগামী জুনের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে...
৬ ঘণ্টা আগেমার্কিন ডলারের বিপরীতে রুপির মান সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। আজ বুধবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা ৮৪ রুপি ৭৬ পয়সায় নেমে আসে। ডলারের তেজিভাব ও তেলের দাম বৃদ্ধির মধ্যে আজ ভারতীয় মুদ্রার মান ৮ পয়সা কমে তলানিতে ঠেকে। দেশটির বার্তা সংস্থা পিটিআই এসব তথ্য জানায়।
৮ ঘণ্টা আগে