Ajker Patrika

৬৭ হাজার টন কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ জুন ২০২৩, ২১: ৪০
৬৭ হাজার টন কাঁচা মরিচ ও টমেটো আমদানির অনুমতি

বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আমদানির অনুমোদন (আইপি) দিয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে টমেটো আমদানিরও অনুমোদন দেওয়া হয়েছে। 

আজ রোববার কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম খান পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

কৃষি মন্ত্রণালয় জানায়, আজ সকাল থেকে ৩০টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৬০০ টন কাঁচা মরিচ এবং ৬৮টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার ৬০০ টন টমেটো আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজার তদারকির প্রতিবেদন অনুযায়ী, আজ রাজধানীর বিভিন্ন বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২৪০ থেকে ৩০০ টাকায়। যা এক মাস আগে ছিল ৮০-১৬০ টাকা। এ সময়ের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ১২৫ শতাংশ। 

এদিকে লাফিয়ে বেড়ে চলা পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুযোগ করে দিয়েছে সরকার। ১৯ জুন পর্যন্ত ১৫ দিনে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে। কিন্তু খুচরা বাজারে এর কোনো প্রভাব পড়েনি। অনেক বাজারেই ভালো মানের এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়। আমদানি করা পেঁয়াজের দাম কম হলেও সেটি সব বাজারে মিলছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত