জার্মানির বন্দর ছাড়ল সেই বাংলাদেশি জাহাজ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০৩: ১৯

চার দিন আটক থাকার পর জার্মানির ব্রেমেন বন্দর ছাড়ল বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার অগ্রদূত। স্থানীয় সময় শুক্রবার জাহাজটি জার্মানি ছাড়ে। বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এবং মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 

এর আগে জাহাজটির ২৭টি ত্রুটি শনাক্ত করে সেটিকে আটক করা হয়েছিল বলে জানিয়েছিল জার্মানির পোর্ট স্টেট কন্ট্রোল বা পিএসসি। জাহাজটিকে গত সোমবার আটক করা হয়। 

জানা গেছে, ২০১৮ সালের ডিসেম্বরে নির্মিত এই জাহাজ বাংলাদেশে নিবন্ধিত হয় ২০১৯ সালে। প্রায় ৩৯ হাজার টন তেল পরিবহন ক্ষমতার জাহাজটি কেনা হয়েছে চীন থেকে। অসংখ্য ত্রুটি নিয়ে জাহাজটি আটকের ঘটনায় গত বৃহস্পতিবার বাংলাদেশের নিবন্ধনকারী কর্তৃপক্ষ নৌ বাণিজ্য কার্যালয় থেকে এক আদেশ জারি করা হয়েছে। ওই আদেশে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ আটকের ঘটনায় উদ্বেগের বিষয় উল্লেখ করা হয়। সেখানে আরও বলা হয়, বেশির ভাগ ত্রুটিই জাহাজ ব্যবস্থাপনা ও পরিচালনা সম্পর্কিত। এটি দুর্বল ব্যবস্থাপনা ও পরিচালনার প্রতিফলন। বারবার এ ধরনের ঘটনার কারণে যাতে ওই সব অঞ্চলে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ কালো তালিকাভুক্ত না হয়, সে জন্য কঠোরভাবে নিয়মকানুন অনুসরণ করার কথা বলা হয়েছে আদেশে। 

নতুন এই জাহাজ সময় ভিত্তিতে সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে ভাড়া দেওয়া হয়েছে। তবে জাহাজে কর্মরত নাবিকেরা  বাংলাদেশি। 

জাহাজটি নিয়ে শিপিং করপোরেশনের এমডি কমোডর সুমন মাহমুদ জানিয়েছিলেন, জাহাজের নির্মাণ-সংক্রান্ত কোনো ত্রুটি নেই। তবে করোনার কারণে কাগজপত্র হালনাগাদ না করায় এই সমস্যা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় বাড়ল

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

ব্যাংক খাতে নতুন নীতিমালা: আটকে গেল ২৫৮ কর্মকর্তার জিএম পদে পদোন্নতি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত