ঢাকায় চামড়া শিল্পের তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২১: ২২
আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ২১: ২৫
রাজধানীতে শুরু হয়েছে দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদারটেক বাংলাদেশ-২০২৪। ছবি: আজকের পত্রিকা

রাজধানীতে শুরু হয়েছে দেশের চামড়া শিল্পের সবচেয়ে বড় প্রদর্শনী লেদারটেক বাংলাদেশ ২০২৪। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে এই প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এই প্রদর্শনীতে চামড়া, জুতা তৈরির যন্ত্রপাতি, উপকরণ ও রাসায়নিক পণ্য প্রদর্শিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানিয়েছেন, চামড়া খাতের পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না, যার ফলে কম দামে কাঁচা চামড়া বিক্রি হচ্ছে। বক্তারা বলেন, যদি খাতটির সম্ভাবনা সঠিকভাবে কাজে লাগানো যেত, তবে রপ্তানি আয় কয়েক গুণ বাড়ানো সম্ভব হতো।

বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, চামড়া খাতের সম্ভাবনা কাজে লাগাতে পারলে দেশের রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব। চীনের অংশগ্রহণের মাধ্যমে প্রদর্শনীর গুরুত্ব আরও বাড়ছে, যা বাংলাদেশের জুতা ও চামড়াজাত পণ্যের সম্ভাবনা প্রতিফলিত করছে। তিন দিনের এই প্রদর্শনী থেকে স্থানীয় শিল্প ব্যাপক উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত