Ajker Patrika

ডলার বিক্রির জেরে ফের রিজার্ভে পতন

জয়নাল আবেদীন খান, ঢাকা
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ৫৩
ডলার বিক্রির জেরে ফের রিজার্ভে পতন

দেশে চলমান সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার ঘোষণা ছিল বাংলাদেশ ব্যাংকের। শেষ পর্যন্ত সে প্রতিশ্রুতি উপেক্ষা করে চলতি সেপ্টেম্বরেও রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে মাত্র আড়াই মাসে ৯৫৫ মিলিয়ন ডলার বিক্রি করা হয়। এতে সাম্প্রতিক সময় রেমিট্যান্সের গতি বাড়ার পরও মোট রিজার্ভ কমে এসেছে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে সেপ্টেম্বরের জন্য বেঁধে দেওয়া ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্য ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।

যদিও গত আগস্ট মাসেও ব্যয়যোগ্য রিজার্ভ ছিল প্রায় সোয়া ১৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জনা গেছে। 
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সরকারি কাজে সার, জ্বালানি, খাদ্যসহ অত্যাবশ্যকীয় কিছু পণ্যের আমদানি বিল পরিশোধের জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে ওই পরিমাণ ডলার বিক্রি করে।

এর মধ্যে সেপ্টেম্বরের এ পর্যন্ত প্রায় ১০৬ মিলিয়ন ডলার, আগস্টে ১৭০ মিলিয়ন ডলার, জুলাইয়ে ৬৭৯ মিলিয়ন ডলার, আর গত অর্থবছরের ডলার বিক্রির পরিমাণ ছিল ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। তার আগে ২০২২-২৩ অর্থবছরে বিক্রি হয়েছিল ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২১-২২ অর্থবছরের ছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার। 

অন্যদিকে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে ১৮৫ মিলিয়ন ডলার। একই সময়ে কারেন্সি সোয়াপের (আন্তবাজারের কেনাবেচা) মাধ্যমে ব্যাংকগুলো নিজেরা ডলার লেনদেন করেছে মাত্র ৫০ মিলিয়ন ডলার। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকা’কে বলেন, বর্তমানে রিজার্ভ থেকে কোনো ধরনের ডলার বিক্রি করা হচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলো আন্তব্যাংক হিসাবে ডলার কেনাবেচা করছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ডলার বিক্রি না করার প্রতিশ্রুতির বিষয়ে তিনি মন্তব্য করেননি।

১৯ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে মোট ডলার ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণের শর্তে বিপিএম-৬ হিসাবে তা ১৯ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সেখান থেকে চলতি দায় এবং বকেয়া পাওনা বাবদ ৫ দশমিক ১২ বিলিয়ন বাদ দিলে ব্যয়যোগ্য রিজার্ভ (এনআইআর) দাঁড়ায় ১৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার। অথচ গত ২০ আগস্ট ব্যয়যোগ্য রিজার্ভ ছিল প্রায় ১৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

একই সময়ে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং আইএমএফের মানদণ্ড বিপিএম-৬ মডেল অনুযায়ী ছিল ২০ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ২০২১ সালের ২৫ আগস্ট রেকর্ড রিজার্ভের পরিমাণ ছিল ৪৮.০৬ বিলিয়ন ডলার। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সেপ্টেম্বরে। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার বা ১৬৩ কোটি ৪২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২১ হাজার ৬১১ কোটি টাকা। আর প্রতিদিন আসছে ৭ কোটি ৮০ লাখ ডলার করে। এভাবে রেমিট্যান্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে প্রায় আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত