জয়নাল আবেদীন খান, ঢাকা
দেশে চলমান সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার ঘোষণা ছিল বাংলাদেশ ব্যাংকের। শেষ পর্যন্ত সে প্রতিশ্রুতি উপেক্ষা করে চলতি সেপ্টেম্বরেও রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে মাত্র আড়াই মাসে ৯৫৫ মিলিয়ন ডলার বিক্রি করা হয়। এতে সাম্প্রতিক সময় রেমিট্যান্সের গতি বাড়ার পরও মোট রিজার্ভ কমে এসেছে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে সেপ্টেম্বরের জন্য বেঁধে দেওয়া ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্য ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।
যদিও গত আগস্ট মাসেও ব্যয়যোগ্য রিজার্ভ ছিল প্রায় সোয়া ১৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জনা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সরকারি কাজে সার, জ্বালানি, খাদ্যসহ অত্যাবশ্যকীয় কিছু পণ্যের আমদানি বিল পরিশোধের জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে ওই পরিমাণ ডলার বিক্রি করে।
এর মধ্যে সেপ্টেম্বরের এ পর্যন্ত প্রায় ১০৬ মিলিয়ন ডলার, আগস্টে ১৭০ মিলিয়ন ডলার, জুলাইয়ে ৬৭৯ মিলিয়ন ডলার, আর গত অর্থবছরের ডলার বিক্রির পরিমাণ ছিল ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। তার আগে ২০২২-২৩ অর্থবছরে বিক্রি হয়েছিল ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২১-২২ অর্থবছরের ছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
অন্যদিকে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে ১৮৫ মিলিয়ন ডলার। একই সময়ে কারেন্সি সোয়াপের (আন্তবাজারের কেনাবেচা) মাধ্যমে ব্যাংকগুলো নিজেরা ডলার লেনদেন করেছে মাত্র ৫০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকা’কে বলেন, বর্তমানে রিজার্ভ থেকে কোনো ধরনের ডলার বিক্রি করা হচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলো আন্তব্যাংক হিসাবে ডলার কেনাবেচা করছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ডলার বিক্রি না করার প্রতিশ্রুতির বিষয়ে তিনি মন্তব্য করেননি।
১৯ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে মোট ডলার ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণের শর্তে বিপিএম-৬ হিসাবে তা ১৯ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সেখান থেকে চলতি দায় এবং বকেয়া পাওনা বাবদ ৫ দশমিক ১২ বিলিয়ন বাদ দিলে ব্যয়যোগ্য রিজার্ভ (এনআইআর) দাঁড়ায় ১৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার। অথচ গত ২০ আগস্ট ব্যয়যোগ্য রিজার্ভ ছিল প্রায় ১৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
একই সময়ে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং আইএমএফের মানদণ্ড বিপিএম-৬ মডেল অনুযায়ী ছিল ২০ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ২০২১ সালের ২৫ আগস্ট রেকর্ড রিজার্ভের পরিমাণ ছিল ৪৮.০৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সেপ্টেম্বরে। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার বা ১৬৩ কোটি ৪২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২১ হাজার ৬১১ কোটি টাকা। আর প্রতিদিন আসছে ৭ কোটি ৮০ লাখ ডলার করে। এভাবে রেমিট্যান্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে প্রায় আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে।
আরও খবর পড়ুন:
দেশে চলমান সংকট কাটাতে রিজার্ভ থেকে ডলার বিক্রি না করার ঘোষণা ছিল বাংলাদেশ ব্যাংকের। শেষ পর্যন্ত সে প্রতিশ্রুতি উপেক্ষা করে চলতি সেপ্টেম্বরেও রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে মাত্র আড়াই মাসে ৯৫৫ মিলিয়ন ডলার বিক্রি করা হয়। এতে সাম্প্রতিক সময় রেমিট্যান্সের গতি বাড়ার পরও মোট রিজার্ভ কমে এসেছে। এমনকি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পক্ষ থেকে সেপ্টেম্বরের জন্য বেঁধে দেওয়া ব্যয়যোগ্য রিজার্ভের লক্ষ্য ১৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে।
যদিও গত আগস্ট মাসেও ব্যয়যোগ্য রিজার্ভ ছিল প্রায় সোয়া ১৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক থেকে এসব তথ্য জনা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক সরকারি কাজে সার, জ্বালানি, খাদ্যসহ অত্যাবশ্যকীয় কিছু পণ্যের আমদানি বিল পরিশোধের জন্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কাছে ওই পরিমাণ ডলার বিক্রি করে।
এর মধ্যে সেপ্টেম্বরের এ পর্যন্ত প্রায় ১০৬ মিলিয়ন ডলার, আগস্টে ১৭০ মিলিয়ন ডলার, জুলাইয়ে ৬৭৯ মিলিয়ন ডলার, আর গত অর্থবছরের ডলার বিক্রির পরিমাণ ছিল ১২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। তার আগে ২০২২-২৩ অর্থবছরে বিক্রি হয়েছিল ১৩ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং ২০২১-২২ অর্থবছরের ছিল ৭ দশমিক ৬২ বিলিয়ন ডলার।
অন্যদিকে চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংক ডলার কিনেছে ১৮৫ মিলিয়ন ডলার। একই সময়ে কারেন্সি সোয়াপের (আন্তবাজারের কেনাবেচা) মাধ্যমে ব্যাংকগুলো নিজেরা ডলার লেনদেন করেছে মাত্র ৫০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা আজকের পত্রিকা’কে বলেন, বর্তমানে রিজার্ভ থেকে কোনো ধরনের ডলার বিক্রি করা হচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলো আন্তব্যাংক হিসাবে ডলার কেনাবেচা করছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ডলার বিক্রি না করার প্রতিশ্রুতির বিষয়ে তিনি মন্তব্য করেননি।
১৯ সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে মোট ডলার ছিল ২৪ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণের শর্তে বিপিএম-৬ হিসাবে তা ১৯ দশমিক ৪২ বিলিয়ন ডলার। সেখান থেকে চলতি দায় এবং বকেয়া পাওনা বাবদ ৫ দশমিক ১২ বিলিয়ন বাদ দিলে ব্যয়যোগ্য রিজার্ভ (এনআইআর) দাঁড়ায় ১৪ দশমিক ৩০ বিলিয়ন ডলার। অথচ গত ২০ আগস্ট ব্যয়যোগ্য রিজার্ভ ছিল প্রায় ১৫ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।
একই সময়ে বাংলাদেশ ব্যাংকের মোট রিজার্ভ ছিল ২৬ দশমিক ৭৬ বিলিয়ন ডলার এবং আইএমএফের মানদণ্ড বিপিএম-৬ মডেল অনুযায়ী ছিল ২০ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে ২০২১ সালের ২৫ আগস্ট রেকর্ড রিজার্ভের পরিমাণ ছিল ৪৮.০৬ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আগস্টের ধারাবাহিকতা রয়েছে চলতি মাস সেপ্টেম্বরে। চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৬৩ বিলিয়ন ডলার বা ১৬৩ কোটি ৪২ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ২১ হাজার ৬১১ কোটি টাকা। আর প্রতিদিন আসছে ৭ কোটি ৮০ লাখ ডলার করে। এভাবে রেমিট্যান্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে প্রায় আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে।
আরও খবর পড়ুন:
আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে খেজুর আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার। পাশাপাশি রোজার ইফতারির অন্যতম অনুষঙ্গ এই পণ্যের ওপর থাকা অগ্রিম করও পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। সরকারের নির্দেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে। তবে খেজুর আমদানির অযৌক্তিক ট্যারিফ ভ্যালু...
৩ ঘণ্টা আগেদেশের বাজারে ফের সোনার দাম বৃদ্ধি পেয়েছে। ২২ ক্যারেট সোনার ভরির নতুন দাম ১ লাখ ৩৯ হাজার ৪৪৩ টাকা। দাম বৃদ্ধির কারণ ও বিস্তারিত জানতে পড়ুন।
৩ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন জুতা প্রস্তুতকারক ও রপ্তানিকারক তিন কোম্পানির কাছে প্রস্তুতকৃত চামড়া বিক্রি করা সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারি লিমিটেড। এ লক্ষ্যে শিগগিরই হবে চুক্তি। চুক্তির আওতায় বছরে ১৬ কোটি টাকার চামড়া বিক্রি করবে এপেক্স ট্যানারি।
৩ ঘণ্টা আগেফলজাত পণ্য রপ্তানির জন্য বিশেষ সুবিধা দিল কেন্দ্রীয় ব্যাংক। স্থানীয়ভাবে উৎপাদিত ফলজাত পাল্প থেকে প্রস্তুত করা জুস ও ড্রিংকস রপ্তানির বিপরীতে রপ্তানিকারকেরা এখন মোট রপ্তানি আয়ের ১০ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ
৪ ঘণ্টা আগে