Ajker Patrika

পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার টেরা পার্টনার্স

অনলাইন ডেস্ক
পুঁজিবাজারে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আমেরিকার টেরা পার্টনার্স

বাংলাদেশের পুঁজিবাজারে ফরেন পোর্টফোলিও বিনিয়োগ (এফপিআই) বাড়াতে আগ্রহী টেরা পার্টনার্স ইউএসএ। বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা ও বাজার পরিবেশ দেখে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেরা পার্টনার্স ইউএসএ প্রায় ২০ বছর ধরে বাংলাদেশে বিনিয়োগ করে আসছে।

রেজাউল করিম জানান, সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন টেরা পার্টনার্স ইউএসএর প্রতিনিধি ইয়ার্ডেন মারিয়ামা। সাক্ষাতে ভবিষ্যতে বাংলাদেশে কীভাবে এফপিআই বাড়ানো যেতে পারে, এসব বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

ইয়ার্ডেন মারিয়ামা বলেন, বাংলাদেশে সুন্দর বিনিয়োগ পরিবেশ আছে। এ দেশের বিনিয়োগ ভবিষ্যত আরো সম্ভাবনাময়।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ফারজানা লালারুখ, সিটি ব্যাংক ব্রোকারেজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম আফনান ইউসুফ এবং রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট হেড এ কে এম ফজলে রাব্বী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত