বোয়িংয়ের আরও ৫০ উড়োজাহাজের ডেলিভারি গেল আটকে

অনলাইন ডেস্ক
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০: ৩৪
Thumbnail image

উড়োজাহাজের ফিউজিলাজ বা মূল কাঠামোতে নির্মাণত্রুটির কারণে আটকে গেছে ৫০টি বোয়িংয়ের ৭৩৭-ম্যাক্স উড়োজাহাজের ডেলিভারি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এই সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে ‘অপ্রয়োজনীয় দুটি ছিদ্র’ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বোয়িং বলছে, ৭৩৭-ম্যাক্স মডেলের বেশ কয়েকটি উড়োজাহাজের জানালার ফ্রেমের কাছে বেশ দুটি করে ‘প্রয়োজনের তুলনায় ছোট’ গর্ত করা হয়েছে এবং কিছু কিছু বিমানে জানালার ফ্রেম কিছুটা ছোট করে তৈরি করা হয়েছে। 

বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনের প্রধান নির্বাহী স্ট্যান ডিল বলেছেন, গত বৃহস্পতিবার সরবরাহকারী প্রতিষ্ঠান স্পিরিট অ্যারোসিস্টেম ৭৩৭-ম্যাক্স সিরিজের বেশ কয়েকটি উড়োজাহাজের ফিউজিলাজে অসংগতির বিষয়ে জানায়।

‘আমি সেই কর্মীকে ধন্যবাদ জানাতে চাই যিনি তাঁর ম্যানেজারের কাছে জানিয়েছিলেন যে, ফিউজিলাজে দুটি ছিদ্র প্রয়োজনীয়তা অনুসারে করা হয়নি।’ 

স্ট্যান ডিল আরও বলেন, এই ত্রুটি ফ্লাইটের নিরাপত্তার জন্য কোনো সমস্যা নয়। তবু ৫০টি উড়োজাহাজ নিয়ে আরও কিছু কাজ করতে হবে।

ফিউজিলাজ তৈরির জন্য ২০০৫ সালে স্পিরিট অ্যারোসিস্টেম প্রতিষ্ঠা করে বোয়িং। কানসাসের উইচিতায় স্পিরিটের কারখানায় ফিউজিলাজ তৈরি করে সেগুলোকে ট্রেনে করে ওয়াশিংটনের রেনটনে আনা হয়। সেখানেই পূর্ণাঙ্গ উড়োজাহাজ হিসেবে গড়ে তোলা হয়। 

গত জানুয়ারির শুরুতে বোয়িংয়ের একটি উড়োজাহাজের দরজা আকাশে ওঠার পর খুলে বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়। এর পর থেকেই প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও তদন্ত সংস্থার কোপানলের মুখে আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত