Ajker Patrika

বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিশ্বকর্মা পূজা উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর 

বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে রোববার পর্যন্ত দুদিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত কার্যক্রম স্বাভাবিক থাকবে। 

আজ শুক্রবার সকালে বাংলাদেশী ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব। 

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার সকাল থেকে রোববার পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দরা আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে চিঠির মাধ্যমে জানায় বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ফের শুরু হবে বলেও জানান তিনি। 

আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, বিশ্বকর্মা পূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে দুইদিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত