Ajker Patrika

দুই দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে কমল ৩১৩৮ টাকা

দুই দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে কমল ৩১৩৮ টাকা

চলতি মাসে তিন দফায় সোনার দাম বাড়ানোর পর গত শনিবার ভরিতে ৮৪০ টাকা কমানোর ঘোষণা দেয় জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কমানোর এক দিন পর গত রোববার সোনার দাম ভরিতে ৬২৯ টাকা বাড়ানো হয়। দুই দিনের ব্যবধানে সোনার দাম ভরিতে আবার কমানো হয়েছে।

ভালো মানের ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমানোর ফলে এখন ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার মূল্য কমেছে। তাই সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে।

নতুন দাম আজই বিকেল চারটা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকবে।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৫৮৬ টাকায় কমে দাঁড়িয়েছে।

এর আগে চলতি মাসে ৬, ৮ ও ১৮ এপ্রিল সোনার দাম বাড়িয়েছিল বাজুস। এর মধ্যে ৬ এপ্রিল বেড়েছিল ১ হাজার ৭৫০ টাকা, ৮ এপ্রিল ১ হাজার ৭৫০ টাকা এবং ১৮ এপ্রিল বেড়েছিল ২ হাজার ৬৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত