ব্র্যাক ব্যাংকের ২০% লভ্যাংশ অনুমোদন

বিজ্ঞপ্তি
Thumbnail image

২০২৩ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন দিয়েছেন ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ, পরিচালক আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ডা. জাহিদ হোসেন, শামেরান আবেদ, ড. মুস্তফা কে মুজেরী, সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এম এ কিউ সারওয়ার ও লীলা রশিদ।

ব্র্যাক ব্যাংক ২০২৩ সালে সমন্বিতভাবে ৮২৮ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করে। আগের বছরের (২০২২ সালের) তুলনায় যা ৩৫ শতাংশ বেশি। ২০২২ সালে সমন্বিত কর-পরবর্তী মুনাফা ছিল ৬১৪ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত