এএফপি, তুরস্ক
পরিবহন খাতে কার্বন নির্গমন কমানোর সম্ভাবনাময় সমাধান হিসেবে বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ নিওলাইনার অরিজিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার তুরস্কের তুজলা বন্দরে প্রথমবারের মতো ১৩৬ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ এ পরিবেশবান্ধব জাহাজটি পানিতে ভাসানো হয়।
ফরাসি কোম্পানি নিওলাইন এটি ডিজাইন করেছে এবং তুরস্কের আরএমকে মেরিন শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে। আগামী ৬ মাস জাহাজটিকে চূড়ান্ত পর্বের সংযোজন ও প্রস্তুতির মধ্যে রাখা হবে।
পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ জ্বালানি ব্যবহার নিওলাইনার অরিজিনের প্রধান বৈশিষ্ট্য হলো, এর দুটি বিশাল মস্তুল ও ৩ হাজার বর্গমিটার পাল, যা বাতাসের শক্তি ব্যবহার করে দীর্ঘ দূরত্বে ৫ হাজার ৩০০ টন পণ্য পরিবহনে সক্ষম।
নিওলাইনার প্রেসিডেন্ট জ্যাঁ জানুত্তিনি বলেন, জাহাজের গতি ১৫ নট (প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ মাইল প্রতি ঘণ্টা) থেকে ১১ নটে নামিয়ে আনার ফলে জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে প্রচলিত জাহাজের তুলনায় নির্গমন ৫ ভাগের ১ ভাগে নামিয়ে আনা সম্ভব হবে।
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৯০ শতাংশ বাণিজ্য সামুদ্রিক পরিবহনের মাধ্যমে পরিচালিত হয় এবং এ খাত থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড গ্যাস বৈশ্বিক নির্গমনের প্রায় ৩ শতাংশ। এ বাস্তবতায় নিওলাইনার অরিজিনের মতো জাহাজ টেকসই বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
চলতি বছরের গ্রীষ্মে জাহাজটি তুরস্ক থেকে ফ্রান্সের আটলান্টিক বন্দর সেন্ট-নাজেইরে যাত্রা করবে। এরপর এটি উত্তর আমেরিকার বাণিজ্যিক রুটে যুক্ত হবে, যেখানে ফরাসি দ্বীপ সেন্ট-পিয়ের-এ-মিকেলন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দর এবং কানাডার হ্যালিফ্যাক্সে কার্গো পরিবহন করবে। এ প্রকল্পটি ফ্রান্সের সরকারি বিনিয়োগ ব্যাংক (বিপিআই) এবং ফরাসি শিপিং কোম্পানি সিএমএ-সিজিএমের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
জ্যাঁ জানুত্তিনি আরও বলেন, শিগগিরই দ্বিতীয় একই ধরনের জাহাজ নির্মাণের কাজ শুরু হবে, যা পরিবেশবান্ধব সামুদ্রিক বাণিজ্যে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।
পরিবহন খাতে কার্বন নির্গমন কমানোর সম্ভাবনাময় সমাধান হিসেবে বিশ্বের দীর্ঘতম বায়ুচালিত পণ্যবাহী জাহাজ নিওলাইনার অরিজিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার তুরস্কের তুজলা বন্দরে প্রথমবারের মতো ১৩৬ মিটার (৪৫০ ফুট) দীর্ঘ এ পরিবেশবান্ধব জাহাজটি পানিতে ভাসানো হয়।
ফরাসি কোম্পানি নিওলাইন এটি ডিজাইন করেছে এবং তুরস্কের আরএমকে মেরিন শিপইয়ার্ডে এটি নির্মাণ করা হয়েছে। আগামী ৬ মাস জাহাজটিকে চূড়ান্ত পর্বের সংযোজন ও প্রস্তুতির মধ্যে রাখা হবে।
পরিবেশবান্ধব প্রযুক্তি ও দক্ষ জ্বালানি ব্যবহার নিওলাইনার অরিজিনের প্রধান বৈশিষ্ট্য হলো, এর দুটি বিশাল মস্তুল ও ৩ হাজার বর্গমিটার পাল, যা বাতাসের শক্তি ব্যবহার করে দীর্ঘ দূরত্বে ৫ হাজার ৩০০ টন পণ্য পরিবহনে সক্ষম।
নিওলাইনার প্রেসিডেন্ট জ্যাঁ জানুত্তিনি বলেন, জাহাজের গতি ১৫ নট (প্রায় ৩০ কিলোমিটার বা ১৮ মাইল প্রতি ঘণ্টা) থেকে ১১ নটে নামিয়ে আনার ফলে জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমবে। ফলে প্রচলিত জাহাজের তুলনায় নির্গমন ৫ ভাগের ১ ভাগে নামিয়ে আনা সম্ভব হবে।
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ৯০ শতাংশ বাণিজ্য সামুদ্রিক পরিবহনের মাধ্যমে পরিচালিত হয় এবং এ খাত থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড গ্যাস বৈশ্বিক নির্গমনের প্রায় ৩ শতাংশ। এ বাস্তবতায় নিওলাইনার অরিজিনের মতো জাহাজ টেকসই বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
চলতি বছরের গ্রীষ্মে জাহাজটি তুরস্ক থেকে ফ্রান্সের আটলান্টিক বন্দর সেন্ট-নাজেইরে যাত্রা করবে। এরপর এটি উত্তর আমেরিকার বাণিজ্যিক রুটে যুক্ত হবে, যেখানে ফরাসি দ্বীপ সেন্ট-পিয়ের-এ-মিকেলন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর বন্দর এবং কানাডার হ্যালিফ্যাক্সে কার্গো পরিবহন করবে। এ প্রকল্পটি ফ্রান্সের সরকারি বিনিয়োগ ব্যাংক (বিপিআই) এবং ফরাসি শিপিং কোম্পানি সিএমএ-সিজিএমের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
জ্যাঁ জানুত্তিনি আরও বলেন, শিগগিরই দ্বিতীয় একই ধরনের জাহাজ নির্মাণের কাজ শুরু হবে, যা পরিবেশবান্ধব সামুদ্রিক বাণিজ্যে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন হবে।
দেশের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ০.৬২ শতাংশ কমেছে। খাদ্য খাতে মূল্যস্ফীতি ফেব্রুয়ারিতে জানুয়ারির ১০ দশমিক ৭২ শতাংশের চেয়ে ১ দশমিক ৪৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ দশমিক ২৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত খাতে এটি জানুয়ারির তুলনায় ০.০৮ শতাংশ বেড়েছে।
৭ ঘণ্টা আগেপাঁচ বিলিয়ন না হলেও অন্তত দুই বিলিয়ন ডলারের পাটজাত পণ্য সরকার রপ্তানি করতে চায় বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘পাট রপ্তানির ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে, যা কাঙ্ক্ষিত নয়। পাট ও পাটজাত পণ্য রপ্তানি আয়ের জন্য সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে আসুন...
৭ ঘণ্টা আগেপুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চারটি গুরুত্বপূর্ণ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। বিএসইসি কর্তৃক গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি তাদের আংশিক প্রতিবেদনে উল্লেখ করেছে...
৭ ঘণ্টা আগেবেক্সিমকো শিল্পপার্কের ১৪টি লে-অফ প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকার। ঋণ হিসেবে এই অর্থ দিয়েছে সরকার। বেক্সিমকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওসমান কায়সার চৌধুরীর কাছে আজ বৃহস্পতিবার এ চেক হস্তান্তর করেন শ্রমসচিব এ এইচ এম...
৯ ঘণ্টা আগে