নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবাসী আয়ের পর আগস্ট মাসের রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতেও ধাক্কা এসেছে। চলতি অর্থবছরের আগস্ট মাসে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়ে ৪৬৭ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল ৩৬ শতাংশ।
চলতি অর্থবছরে প্রথম দুই মাসে সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ। এই দুই মাসে রপ্তানি আয় এসেছে ৯৩৭ কোটি ডলারের বেশি। আগের বছর একই সময় ছিল ৮৫৯ কোটি ডলারের কিছু বেশি।
আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশ করা উপাত্তে দেখা যায়, আগস্ট মাসে পোশাক রপ্তানিতে বড় অবনমন হাওয়ায় সার্বিক রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে ধাক্কা এসেছে। যেখানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের বেশি দখল করে আছে তৈরি পোশাক খাত।
তৈরি পোশাক খাতে গত অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ছিল ২৬ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১২ শতাংশ।
ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে জুলাই-আগস্ট এই দুই মাসে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় এসেছে ৭৯৯ কোটি ডলার। এই খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১২ শতাংশ। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে এ খাতে প্রবৃদ্ধি ২৬ শতাংশ হয়ে রপ্তানি আয় এসেছিল ৭১১ কোটি ডলার।
ইপিবির তথ্যে আরও দেখা যায়, বাংলাদেশের অন্যান্য প্রধান রপ্তানি আয়ের খাত, যেমন—চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাট পাটজাত পণ্যের রপ্তানিতেও ধস নেমেছে আগস্ট মাসে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই খাত রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে ধসের খবর এমন সময় এল যখন বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত ক্ষয় হচ্ছে।
দেশে আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। জুলাই মাসের তুলনায় যা প্রায় ৩৭ কোটি ডলার কম। জুলাই মাসেও এর আগের মাসের তুলনায় প্রবাসী আয় কম এসেছে দেশে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আকার গত দুই বছর ধরে ক্রমাগত কমছে। বর্তমানে দেশের ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে ২৩ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। চলতি সেপ্টেম্বরেই সেটি ২২ বিলিয়ন ডলারে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দুই বছর আগে ২০২১ সালের আগস্ট মাসে বাংলাদেশের রিজার্ভ ছিল ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।
প্রবাসী আয়ের পর আগস্ট মাসের রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতেও ধাক্কা এসেছে। চলতি অর্থবছরের আগস্ট মাসে ৩ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়ে ৪৬৭ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল ৩৬ শতাংশ।
চলতি অর্থবছরে প্রথম দুই মাসে সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ। এই দুই মাসে রপ্তানি আয় এসেছে ৯৩৭ কোটি ডলারের বেশি। আগের বছর একই সময় ছিল ৮৫৯ কোটি ডলারের কিছু বেশি।
আজ সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশ করা উপাত্তে দেখা যায়, আগস্ট মাসে পোশাক রপ্তানিতে বড় অবনমন হাওয়ায় সার্বিক রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে ধাক্কা এসেছে। যেখানে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশের বেশি দখল করে আছে তৈরি পোশাক খাত।
তৈরি পোশাক খাতে গত অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে প্রবৃদ্ধি ছিল ২৬ শতাংশ। চলতি অর্থবছরের একই সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১২ শতাংশ।
ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরে জুলাই-আগস্ট এই দুই মাসে তৈরি পোশাক থেকে রপ্তানি আয় এসেছে ৭৯৯ কোটি ডলার। এই খাতের প্রবৃদ্ধি হয়েছে মাত্র ১২ শতাংশ। অন্যদিকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে এ খাতে প্রবৃদ্ধি ২৬ শতাংশ হয়ে রপ্তানি আয় এসেছিল ৭১১ কোটি ডলার।
ইপিবির তথ্যে আরও দেখা যায়, বাংলাদেশের অন্যান্য প্রধান রপ্তানি আয়ের খাত, যেমন—চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাট পাটজাত পণ্যের রপ্তানিতেও ধস নেমেছে আগস্ট মাসে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান দুই খাত রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে ধসের খবর এমন সময় এল যখন বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত ক্ষয় হচ্ছে।
দেশে আগস্ট মাসে প্রবাসী আয় এসেছে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার। জুলাই মাসের তুলনায় যা প্রায় ৩৭ কোটি ডলার কম। জুলাই মাসেও এর আগের মাসের তুলনায় প্রবাসী আয় কম এসেছে দেশে।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আকার গত দুই বছর ধরে ক্রমাগত কমছে। বর্তমানে দেশের ব্যবহারযোগ্য বা নেট রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে ২৩ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। চলতি সেপ্টেম্বরেই সেটি ২২ বিলিয়ন ডলারে নেমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দুই বছর আগে ২০২১ সালের আগস্ট মাসে বাংলাদেশের রিজার্ভ ছিল ইতিহাসের সর্বোচ্চ ৪৮ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।
দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণের প্রবাহ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যকে নাজুক করে তুলছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে। ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন রাখা বাধ্যতামূলক হলেও লাগামহীন খেলাপি ঋণ বৃদ্ধির কারণে অনেক ব্যাংকই...
৭ ঘণ্টা আগেঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের (মার্চ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য রপ্তানি খাতের জন্য বরাদ্দ ৭ হাজার কোটি টাকা ছাড়ের আবেদন করেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ মোহাম্মদ আব্দুল মতিন ইমনকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত করেছে। তিনি প্রাভার প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও সিলভানা কাদের সিনহার স্থলাভিষিক্ত হলেন, যিনি প্রাভা হেলথ বোর্ডের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
৭ ঘণ্টা আগেচলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি থেকে দেশের বৈদেশিক মুদ্রার আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ ডলার।
১০ ঘণ্টা আগে