Ajker Patrika

‘দেশি শিল্পের বিকাশে কাস্টমসের দায়িত্ব অনেক’

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১২: ০৩
‘দেশি শিল্পের বিকাশে কাস্টমসের দায়িত্ব অনেক’

‘মিলে নবীন-পুরোনো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’ স্লোগানে বিভিন্ন স্থানে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদ্‌যাপিত হয়েছে। গতকাল শুক্রবার সভা-সেমিনার, শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদ্‌যাপন করা হয়। এ সময় বক্তারা কাস্টমসের গুরুত্বারোপ করে বলেন, বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, রপ্তানি উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, চোরাচালান রোধ, রাষ্ট্রীয় নিরাপত্তার ঝুঁকি প্রতিরোধ, দেশি শিল্পের বিকাশসহ কাস্টমসের অনেক দায়িত্ব রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চট্টগ্রাম: চট্টগ্রাম কাস্টম হাউসের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (মূসক: বাস্তবায়ন ও আইটি) ড. মইনুল খান। বিশেষ অতিথি ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আপিল কমিশনারেটের কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন, কর কমিশনার মো. শাহাদাৎ হোসেন শিকদার, চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন, মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহাবুব চৌধুরী, উইমেন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান।

রাজশাহী: আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনবিআরের কর নিরীক্ষা ও গোয়েন্দা বিভাগের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কর আপিল অঞ্চলের কর কমিশনার মনোয়ার আহমেদ, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল ওয়াহেদ।

দিনাজপুর: দিবসটি উপলক্ষে হিলি সীমান্তের জিরো পয়েন্টে (ভারত-বাংলাদেশের) দুই দেশের কাস্টমস কর্মকর্তারা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর কাস্টমসের সহকারী কমিশনার দীবাকর হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট) জিয়াউর রহমান খান।

বেনাপোল: সকালে বেলুন ও কবুতর উড়িয়ে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন এনবিআরের সদস্য (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) মিজ ফারজানা আফরোজ। পরে বেনাপোল কাস্টমস কমিশনার মো. আব্দুল হাকিমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মো. কামরুজ্জামান প্রমুখ।

এ ছাড়া সুনামগঞ্জের বড়ছড়া শুল্ক স্টেশন ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে দিবসটি উদ্‌যাপন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত