Ajker Patrika

স্বর্ণের দাম ভরিতে কমল ১২৮৪ টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২১: ০৫
স্বর্ণের দাম ভরিতে কমল ১২৮৪ টাকা

সর্বোচ্চ দামের রেকর্ডের চার দিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে মূল্যবান এ ধাতুটির প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ২৮৪ টাকা। নতুন দাম বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে গত রোববার দেশে স্বর্ণের দামের রেকর্ড হয়। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম উঠেছিল ভরিতে ৮৪ হাজার ৫৬৪ টাকা। এর আগে দেশে কখনো এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।

বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা খাটি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

নতুন দাম অনুসারে প্রতি ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৮০ হাজার ৭১৪ টাকা। কমেছে ১ হাজার ২২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮ হাজার ১১৭ টাকা। যার সর্বশেষ দাম ৬৯ হাজার ১৬৭ টাকা, কমেছে ১ হাজার ৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৭ হাজার ৩৮৬ টাকা থেকে কমে ৫৬ হাজার ৪৫৩ টাকা হয়েছে। কমেছে ৯৩৩ টাকা।

তবে রুপার দাম আগের মতোই রয়েছে। আগের দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত