নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সর্বোচ্চ দামের রেকর্ডের চার দিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে মূল্যবান এ ধাতুটির প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ২৮৪ টাকা। নতুন দাম বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত রোববার দেশে স্বর্ণের দামের রেকর্ড হয়। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম উঠেছিল ভরিতে ৮৪ হাজার ৫৬৪ টাকা। এর আগে দেশে কখনো এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা খাটি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন দাম অনুসারে প্রতি ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৮০ হাজার ৭১৪ টাকা। কমেছে ১ হাজার ২২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮ হাজার ১১৭ টাকা। যার সর্বশেষ দাম ৬৯ হাজার ১৬৭ টাকা, কমেছে ১ হাজার ৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৭ হাজার ৩৮৬ টাকা থেকে কমে ৫৬ হাজার ৪৫৩ টাকা হয়েছে। কমেছে ৯৩৩ টাকা।
তবে রুপার দাম আগের মতোই রয়েছে। আগের দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।
সর্বোচ্চ দামের রেকর্ডের চার দিনের মাথায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে মূল্যবান এ ধাতুটির প্রতি ভরিতে দাম কমেছে সর্বোচ্চ ১ হাজার ২৮৪ টাকা। নতুন দাম বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।
এর আগে গত রোববার দেশে স্বর্ণের দামের রেকর্ড হয়। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম উঠেছিল ভরিতে ৮৪ হাজার ৫৬৪ টাকা। এর আগে দেশে কখনো এত বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণ বা খাটি স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
নতুন দাম অনুসারে প্রতি ভরিতে ১ হাজার ২৮৪ টাকা কমে ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৮৩ হাজার ২৮০ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯ হাজার ৪৯০ টাকা, যা বুধবার পর্যন্ত ছিল ৮০ হাজার ৭১৪ টাকা। কমেছে ১ হাজার ২২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৮ হাজার ১১৭ টাকা। যার সর্বশেষ দাম ৬৯ হাজার ১৬৭ টাকা, কমেছে ১ হাজার ৫০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৫৭ হাজার ৩৮৬ টাকা থেকে কমে ৫৬ হাজার ৪৫৩ টাকা হয়েছে। কমেছে ৯৩৩ টাকা।
তবে রুপার দাম আগের মতোই রয়েছে। আগের দামে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা।
দীর্ঘদিন ধরে দেশের ব্যাংক খাত এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। উচ্চ খেলাপি ঋণের প্রবাহ ব্যাংকগুলোর আর্থিক স্বাস্থ্যকে নাজুক করে তুলছে, আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে নিরাপত্তা সঞ্চিতির ঘাটতিতে। ঋণের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ প্রভিশন রাখা বাধ্যতামূলক হলেও লাগামহীন খেলাপি ঋণ বৃদ্ধির কারণে অনেক ব্যাংকই...
৭ ঘণ্টা আগেঈদুল ফিতরের আগে ১৫ রমজানের মধ্যে ২০২৪-২৫ অর্থবছরের (মার্চ পর্যন্ত) বস্ত্র খাতসহ অন্যান্য রপ্তানি খাতের জন্য বরাদ্দ ৭ হাজার কোটি টাকা ছাড়ের আবেদন করেছে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান প্রাভা হেলথ মোহাম্মদ আব্দুল মতিন ইমনকে কোম্পানির নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিযুক্ত করেছে। তিনি প্রাভার প্রতিষ্ঠাতা ও বর্তমান সিইও সিলভানা কাদের সিনহার স্থলাভিষিক্ত হলেন, যিনি প্রাভা হেলথ বোর্ডের চেয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
৭ ঘণ্টা আগেচলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পণ্য রপ্তানি থেকে দেশের বৈদেশিক মুদ্রার আয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৯৪ কোটি ২৬ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২ হাজার ৯৮০ কোটি ৫০ লাখ ডলার।
৯ ঘণ্টা আগে