Ajker Patrika

তাজুল, ফিরোজ, খালিদ ও মহিব্বুরের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২২: ১৯
তাজুল, ফিরোজ, খালিদ ও মহিব্বুরের ব্যাংক হিসাব জব্দ

সাবেক স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিব্বুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাঁদের স্ত্রী–সন্তানসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ সংক্রান্ত নির্দেশনা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।

তাজুল ইসলাম এবং মহিব্বুর রহমানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। জব্দ করা হিসাবে সব ধরনের লেনদেন আগামী ৩০ দিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

এ ছাড়া চিঠিতে মো. তাজুল ইসলাম ও মহিব্বুর রহমানসহ তাদের স্ত্রী-সন্তান ও পরিবারের সদস্যদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। আর স্থগিত হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল হিসাবে ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ৫ কার্যদিবসের মধ্যে চাওয়া হয়েছে।

এদিকে সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং তাঁর স্ত্রী, সন্তান ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামের ব্যাংক হিসাবে জব্দ করা হয়েছে। তাঁদের হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠানোর জন্য বলা হয়েছে।

অপরদিকে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ ও তাঁর স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যের ব্যাংক হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তিদের ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাবের মাধ্যমে সব লেনদেন আগামী ৩০ দিন বন্ধ রাখতে বরা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মডেল মেঘনাকে আটকের দিনই ঢাকা ছাড়েন সৌদি রাষ্ট্রদূত ঈসা

সৌদি রাষ্ট্রদূতের অভিযোগের ভিত্তিতেই মডেল মেঘনা কারাগারে

মডেল মেঘনার পরিবারের মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিল পুলিশ

৯ টুকরো লাশ: সবুজকে হেমায়েতপুর থেকে ডেকে নিয়ে হত্যা করেন পলাশ-তৃষা

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি জানা যাবে মাত্র ৮০০ টাকার রক্ত পরীক্ষায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত