নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীনে থাকা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। তাঁরা হলেন মোহাম্মদ সামছুল হক ও মোহাম্মদ আনিসুর রহমান।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন জেলায় দেওয়ানি, ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা পরিচালনা করেছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সামছুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
অন্যদিকে মোহাম্মদ আনিসুর রহমান ২৪ তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মাঠপর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। আনিসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তথ্যমতে, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্যপদে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনাররা এ দায়িত্ব পালন করে আসছিলেন।
আয়কর আইন অনুযায়ী, কর ক্যাডার-বহির্ভূত পেশাজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য নিয়োগের জন্য করদাতারা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।২০১৩-১৪ অর্থবছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর দুজন বিচার বিভাগীয় কর্মকর্তা আবার এ পদে নিয়োগ পেলেন।
এ প্রসঙ্গে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করে, এ নিয়োগের মাধ্যমে আয়কর আপিলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে। আয়কর বিভাগের প্রতি করদাতাদের আস্থা বৃদ্ধি পাবে; যা দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (আইআরডি) অধীনে থাকা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। তাঁরা হলেন মোহাম্মদ সামছুল হক ও মোহাম্মদ আনিসুর রহমান।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন। তিনি বিভিন্ন জেলায় দেওয়ানি, ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা পরিচালনা করেছেন। পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। সামছুল হক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
অন্যদিকে মোহাম্মদ আনিসুর রহমান ২৪ তম বিসিএসের মাধ্যমে জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। তিনি জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি মাঠপর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। আনিসুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এ ছাড়াও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইয়র্ক থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
তথ্যমতে, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালে সদস্যপদে নিয়োগ দেওয়ার বিধান রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনাররা এ দায়িত্ব পালন করে আসছিলেন।
আয়কর আইন অনুযায়ী, কর ক্যাডার-বহির্ভূত পেশাজীবীদের আয়কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য নিয়োগের জন্য করদাতারা অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন।২০১৩-১৪ অর্থবছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপিলাত ট্রাইব্যুনালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর দুজন বিচার বিভাগীয় কর্মকর্তা আবার এ পদে নিয়োগ পেলেন।
এ প্রসঙ্গে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করে, এ নিয়োগের মাধ্যমে আয়কর আপিলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে। আয়কর বিভাগের প্রতি করদাতাদের আস্থা বৃদ্ধি পাবে; যা দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
ভবিষ্যৎ আয়ের এক অপার সম্ভাবনার দুয়ার হলো বিমা—যাকে সংকটকালে নির্ভেজাল এক বিশ্বস্ত সঙ্গী বলা যায়। বিশ্বজুড়ে তাই বিমার প্রতি মানুষের আকর্ষণ যেন অদম্য স্রোতের মতো ক্রমাগত বাড়ছে। অথচ এই ঢেউ বাংলাদেশে...
৩ ঘণ্টা আগে‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর চ্যাম্পিয়ন হয়েছে সংবাদভিত্তিক টিভি চ্যানেল নিউজ ২৪। আজ শনিবার গুলশান-২-এ অবস্থিত মিডিয়াকমের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে শিরোপা জয় করে এই গণমাধ্যম।
৬ ঘণ্টা আগেএনআরবি ব্যাংক পিএলসির বার্ষিক ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
৬ ঘণ্টা আগেসাউথইস্ট ব্যাংক পিএলসি ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘বিজনেস পলিসি ও প্ল্যানিং কনফারেন্স-২০২৫’-এর আয়োজন করেছে। ব্যবস্থাপনা পরিচালক নূরুদ্দিন মো. ছাদেক হোসাইনের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানেরা, শাখাপ্রধানেরা, সব উপশাখা এবং অফশোর ব্যাংকিং ইউন
৬ ঘণ্টা আগে