Ajker Patrika

১৫ কর্মদিবসে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১: ২৫
১৫ কর্মদিবসে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে

দেশের প্রধান পুঁজিবাজারে ১৫ দিনের মাথায় লেনদেন আবার ৯০০ কোটি টাকা ছাড়াল। সর্বোচ্চ লেনদেন হলেও সূচক বেড়েছে অতি সামান্য।

আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯২১ কোটি ৪৪ লাখ ১৪ হাজার টাকার শেয়ার, বন্ড ও মিউচুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়। 

এই লেনদেন গত ১২ জুনের পর সর্বোচ্চ। ওই দিন ঢাকার বাজারে ৯৮১ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার টাকা হাতবদল হয়। ঈদুল আজহার পর থেকে প্রতিদিনই বাজারে লেনদেন আগের দিনকে ছাড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
 
এদিকে ডিএসইতে বেশিরভাগ সিকিউরিটিজের দরপতন হলেও সূচকে নেতিবাচক প্রভাব পড়েনি। দিন শেষে সাধারণ সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে এই সূচক আরও বেশি ছিল। লেনদেন শেষ হওয়ার পৌনে একঘণ্টা আগে বিক্রির চাপে সূচক ৮ পয়েন্ট কমে যায়। 

ডিএসইতে রোববার ৮৫টি কোম্পানির লেনদেন হয় দর বেড়ে। এর বিপরীতে দরপতন হয় ১০৫টির। আর ১৭৮টি কোম্পানির শেয়ার আগের দিনের দরে হাতবদল হয়। এগুলোর প্রায় সবই ফ্লোর প্রাইসে পড়ে আছে।

ইউক্রেইন যুদ্ধের পর গতি হারানো পুঁজিবাজারে চলতি বছর ঈদুল ফিতরের পর থেকেই পুঁজিবাজারে একটু একটু করে প্রাণ ফিরতে শুরু করে। শুরুটা হয় তথ্যপ্রযুক্তি দিয়ে। এরপর খাদ্য এবং পরে বীমা খাত থাকে চালকের আসনে। তবে গত কয়েকদিনে উঠে এসেছে বস্ত্র।

তবে যেসব খাতে লেনদেন বাড়ছে, সেগুলোর শক্তিশালী কোম্পানির শেয়ারে আগ্রহ নেই। স্বল্প মূলধনী ও দুর্বল মৌলভিত্তির কোম্পানির শেয়ারই বেশি হাতবদল হচ্ছে; দরও বাড়ছে এগুলোর।

যেমন খাদ্য খাতে তর্কাতীতভাবেই সবচেয়ে শক্তিশালী কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বা বিএটি। কিন্তু এই কোম্পানি আছে ফ্লোর প্রাইসে।

পাঁচ বছর পর উৎপাদনে ফেরা এমারেল্ড অয়েলের দাম হয়ে গেছে তিন মাসের মধ্যে ছয় গুণ। দ্বিগুণ হয়ে গেছে এক যুগেও লভ্যাংশ নিতে না পারা শ্যামপুর সুগারের দর, নতুন যোগ হয়েছে ফুওয়াং ফুডস, চার দিনেই দর বাড়ল ৪৬ শতাংশ।

বস্ত্র খাতেও শক্তিশালী কোম্পানি স্কয়ার টেক্সটাইলস, মতিন স্পিনিং মিলসের শেয়ারের ক্রেতা নেই। অন্যদিকে দুর্বল কোম্পানি ঢাকা ডায়িংয়ের দর ৯ দিনে ৩৪ শতাংশ, আট দিনে ২৫ শতাংশ দর বেড়েছে জেনারেশন নেক্সটের।

যেসব কোম্পানি দর বৃদ্ধির শীর্ষে রয়েছে, সেগুলোর অনেকগুলোই সম্প্রতি ফ্লোর প্রাইস ছেড়ে বের হয়ে এসেছে। তবে এখনও বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বেঁধে দেওয়া সর্বনিম্ন দরে রয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত