Ajker Patrika

পাইলট হওয়ার স্বপ্ন আপনার, ব্যবস্থাপনায় ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৩, ০০: ১৩
পাইলট হওয়ার স্বপ্ন আপনার, ব্যবস্থাপনায় ইউএস-বাংলা

বাংলাদেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস মেধাবী শিক্ষার্থীদের পাইলট বানানোর উদ্যোগ নিয়েছে। যেসব মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী এসএসসি ও এইচএসসিতে ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞানে ‘এ’ গ্রেডসহ জিপিএ ৪.৫ এবং ‘ও’ লেভেল থেকে গণিত, পদার্থবিজ্ঞানসহ ৫ বিষয়ে ‘বি’ গ্রেড এবং ‘এ’ লেভেলে গণিত ও পদার্থবিজ্ঞানে ‘বি’ গ্রেড পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। স্নাতক পাস অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আজ সোমবার ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৬ বছর হতে হবে। উচ্চতা: মেয়েদের জন্য ন্যূনতম ৫ ফুট ৫ ইঞ্চি এবং ছেলেদের জন্য ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। আবেদনকারীদের শারীরিকভাবে ফিট হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে। অধূমপায়ী ও নন-অ্যালকোহলিক হতে হবে। কোনো ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা থাকলে অযোগ্য হিসেবে বিবেচিত হবে।

ক্যাডেট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত পরীক্ষা (ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান), পাইলট যোগ্যতা পরীক্ষা, সাইকোমেট্রিক, মেডিকেল ও মৌখিক পরীক্ষা। সব টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এপিক ফ্লাইং একাডেমি অথবা যুক্তরাষ্ট্রের নির্ধারিত ফ্লাইং স্কুলে ফ্লাইট ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে। এক বছর মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে সম্পন্নের পর উত্তীর্ণ ক্যাডেট পাইলটরা ইউএস-বাংলা এয়ারলাইনসে এটিআর ৭২-৬০০-এ ফার্স্ট অফিসার হিসেবে যোগদান করতে পারবেন।

ফ্লাইট ট্রেনিং খরচ হিসাবে আনুমানিক ৬৫ হাজার ইউএস ডলার ক্যাডেট পাইলটরা সরাসরি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এপিক ফ্লাইং একাডেমি অথবা ইউএস-বাংলার নির্ধারিত যুক্তরাষ্ট্রের ফ্লাইং স্কুলে প্রদান করবেন। সফলভাবে ফ্লাইট ট্রেনিং শেষে ইউএস-বাংলা এয়ারলাইনসে যোগদানের জন্য এটিআর এয়ারক্রাফটের টাইপ রেটিং খরচ এয়ারলাইনস কর্তৃপক্ষ বহন করবে, যা পরবর্তী সময় মাসিক বেতন থেকে আনুপাতিক হারে কেটে নেওয়া হবে।

ইউএস-বাংলা এয়ারলাইনসে এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটের ফার্স্ট অফিসারের মাসিক বেতন শুরু ১ লাখ ৬০ হাজার টাকা ও কোম্পানির অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে।

ক্যাডেট পাইলট প্রোগ্রাম অনলাইনে আবেদন করা যাবে এ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ১৭ জুন ২০২৩। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত