নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি আগস্ট মাসের প্রথম দিকে রেমিট্যান্স আসার গতি থমকে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাত্রা বেড়েছে। বিগত ২৪ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৬০০ কোটি টাকার বেশি। হিসাব করে দেখা গেছে, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার। যদি একই হারে রেমিট্যান্স আসে, তবে কমপক্ষে ২২ কোটি ডলার আসবে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ডলার। দৈনিক হার ছিল ৬ কোটি ১২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, আগস্ট মাসের প্রথম ২৪ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ডলার। তবে এ সময় ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীদের একটি বড় অংশ শেখ হাসিনা সরকারকে সাহায্য না করার লক্ষ্যে বৈধভাবে ডলার পাঠানো থেকে বিরত থাকে। এতে গত মাসের শেষদিকে রেমিট্যান্সে ভাটা পড়ে।
এমনকি চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে মাত্র ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। দৈনিক হিসাবে তা ৪ কোটি ৮২ লাখ ডলার। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রেমিট্যান্স সংগ্রহে গতি ফিরে আসে। এতে দৈনিক রেমিট্যান্স সংগ্রহের হার দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ডলার।
চলতি আগস্ট মাসের প্রথম দিকে রেমিট্যান্স আসার গতি থমকে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাত্রা বেড়েছে। বিগত ২৪ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৬০০ কোটি টাকার বেশি। হিসাব করে দেখা গেছে, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার। যদি একই হারে রেমিট্যান্স আসে, তবে কমপক্ষে ২২ কোটি ডলার আসবে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ডলার। দৈনিক হার ছিল ৬ কোটি ১২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, আগস্ট মাসের প্রথম ২৪ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ডলার। তবে এ সময় ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীদের একটি বড় অংশ শেখ হাসিনা সরকারকে সাহায্য না করার লক্ষ্যে বৈধভাবে ডলার পাঠানো থেকে বিরত থাকে। এতে গত মাসের শেষদিকে রেমিট্যান্সে ভাটা পড়ে।
এমনকি চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে মাত্র ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। দৈনিক হিসাবে তা ৪ কোটি ৮২ লাখ ডলার। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রেমিট্যান্স সংগ্রহে গতি ফিরে আসে। এতে দৈনিক রেমিট্যান্স সংগ্রহের হার দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ডলার।
যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে আরও ২ লাখ ৩১ হাজার ৮৪০ ডিম। গতকাল বুধবার দুপুরে ডিমের এ চালানটি কাস্টমস থেকে ছাড় করান আমদানিকারক হাইড্রোল্যান্ড সল্যুশন।
১৬ মিনিট আগেপুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার চায় পাকিস্তান। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গতকাল বুধবার ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) গুলশান কার্যালয়ে সংগঠনটির প্রশাসক মো. হাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন। এ জন্য যৌথ বিজন
৩ ঘণ্টা আগে