আবু সাইম, ঢাকা
শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণের বাইরে থাকা ৯ লাখ নারী-পুরুষকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে শ্রমবাজারে নিয়ে আসতে বিশেষ প্রকল্প নিয়েছে সরকার। এতে খরচ হবে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা।
এ বিষয়ক যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পটি অনুমোদনের জন্য আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হচ্ছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ অর্থবছরে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের বিঘ্ন ঘটে। অর্থনীতি পুনরুদ্ধারে প্রশিক্ষিত যুবশক্তি গুরুত্বপূর্ণ। তাদের বড় অংশ নেটের (নো এডুকেশন, ইমপ্লয়মেন্ট, ট্রেনিং) আওতায় পড়ে। প্রস্তাবিত প্রকল্পটি এই শ্রেণির তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং মজুরি এবং স্বকর্মসংস্থানের জন্য শ্রমবাজারে প্রবেশাধিকার বাড়াবে। বিশেষ করে যুবকদের চিহ্নিত করে সুবিধাভোগীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা শ্রমবাজারের সঙ্গে সংযোগ এবং কর্মসংস্থানে সহায়তা পান।
প্রকল্পের আওতায়, ৭ লাখ প্রশিক্ষণার্থীকে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে। এঁদের মধ্যে ৫ লাখ প্রশিক্ষণার্থী যুব উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণ পাবেন। বাকি ২ লাখ প্রশিক্ষণার্থী অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণে বিভিন্ন বেসরকারি সংস্থাকে (এনজিও) কাজে লাগানো হবে। এর বাইরে ১ লাখ ঝরে পড়া ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রমে পুনরায় প্রবেশ করানো হবে।
পাশাপাশি ২৫ হাজার যুবককে অনলাইন প্রশিক্ষণ প্রদান এবং অফলাইন মূল্যায়ন করা হবে। অনগ্রসর জনগোষ্ঠীর বা ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী ব্যক্তি, দুর্গম থেকে নাগালের সম্প্রদায় এবং বিশেষ চাহিদার এলাকাগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য ৫০ হাজার যুবকের উদ্ভাবনী প্রকল্পকে উদ্ভাবনী তহবিল থেকে আর্থিক সহায়তাও দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, প্রত্যন্ত অঞ্চলের যুবকদের প্রশিক্ষণের আওতায় আনতে গ্রাম পর্যায়ে ৫ হাজার অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। সুবিধাভোগীদের দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের ব্যবস্থা করার লক্ষ্যে নিয়োগকর্তাদের সঙ্গে প্রতিবছর প্রতি উপজেলায় একটি করে চাকরির মেলার আয়োজন করা হবে। নির্বাচিত ২ হাজার ৫০০ ইউনিয়নে একটি করে কমিউনিটি গ্রুপ (সিজি) প্রতিষ্ঠা করা হবে।
প্রকল্পটিতে মোট ব্যয় হবে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের প্রকল্প ঋণ থাকবে ৩ হাজার ৭৮৭ কোটি টাকা। ২০২৮ সাল পর্যন্ত দেশের ২৫০টি উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের মতামতে আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অগ্রাধিকার খাতসমূহে প্রায় ৯ লাখ দক্ষ শ্রমশক্তি তৈরি করা যাবে, যা অর্থনৈতিক রূপান্তর এবং এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়াকে সহায়তা প্রদান করা যায়।
শিক্ষা, চাকরি ও প্রশিক্ষণের বাইরে থাকা ৯ লাখ নারী-পুরুষকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করে শ্রমবাজারে নিয়ে আসতে বিশেষ প্রকল্প নিয়েছে সরকার। এতে খরচ হবে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা।
এ বিষয়ক যুব উন্নয়ন অধিদপ্তরের প্রকল্পটি অনুমোদনের জন্য আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তোলা হচ্ছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ অর্থবছরে অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের বিঘ্ন ঘটে। অর্থনীতি পুনরুদ্ধারে প্রশিক্ষিত যুবশক্তি গুরুত্বপূর্ণ। তাদের বড় অংশ নেটের (নো এডুকেশন, ইমপ্লয়মেন্ট, ট্রেনিং) আওতায় পড়ে। প্রস্তাবিত প্রকল্পটি এই শ্রেণির তরুণদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা এবং মজুরি এবং স্বকর্মসংস্থানের জন্য শ্রমবাজারে প্রবেশাধিকার বাড়াবে। বিশেষ করে যুবকদের চিহ্নিত করে সুবিধাভোগীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তাঁরা শ্রমবাজারের সঙ্গে সংযোগ এবং কর্মসংস্থানে সহায়তা পান।
প্রকল্পের আওতায়, ৭ লাখ প্রশিক্ষণার্থীকে এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হবে। এঁদের মধ্যে ৫ লাখ প্রশিক্ষণার্থী যুব উন্নয়নে দক্ষতা প্রশিক্ষণ পাবেন। বাকি ২ লাখ প্রশিক্ষণার্থী অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণে বিভিন্ন বেসরকারি সংস্থাকে (এনজিও) কাজে লাগানো হবে। এর বাইরে ১ লাখ ঝরে পড়া ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রমে পুনরায় প্রবেশ করানো হবে।
পাশাপাশি ২৫ হাজার যুবককে অনলাইন প্রশিক্ষণ প্রদান এবং অফলাইন মূল্যায়ন করা হবে। অনগ্রসর জনগোষ্ঠীর বা ট্রান্সজেন্ডার, প্রতিবন্ধী ব্যক্তি, দুর্গম থেকে নাগালের সম্প্রদায় এবং বিশেষ চাহিদার এলাকাগুলোর আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য ৫০ হাজার যুবকের উদ্ভাবনী প্রকল্পকে উদ্ভাবনী তহবিল থেকে আর্থিক সহায়তাও দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, প্রত্যন্ত অঞ্চলের যুবকদের প্রশিক্ষণের আওতায় আনতে গ্রাম পর্যায়ে ৫ হাজার অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। সুবিধাভোগীদের দ্রুত কর্মক্ষেত্রে প্রবেশের ব্যবস্থা করার লক্ষ্যে নিয়োগকর্তাদের সঙ্গে প্রতিবছর প্রতি উপজেলায় একটি করে চাকরির মেলার আয়োজন করা হবে। নির্বাচিত ২ হাজার ৫০০ ইউনিয়নে একটি করে কমিউনিটি গ্রুপ (সিজি) প্রতিষ্ঠা করা হবে।
প্রকল্পটিতে মোট ব্যয় হবে ৩ হাজার ৮৯৪ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের প্রকল্প ঋণ থাকবে ৩ হাজার ৭৮৭ কোটি টাকা। ২০২৮ সাল পর্যন্ত দেশের ২৫০টি উপজেলায় এ কার্যক্রম পরিচালনা করা হবে।
প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের মতামতে আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সিনিয়র সচিব) মোসাম্মৎ নাসিমা বেগম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অগ্রাধিকার খাতসমূহে প্রায় ৯ লাখ দক্ষ শ্রমশক্তি তৈরি করা যাবে, যা অর্থনৈতিক রূপান্তর এবং এলডিসি থেকে উত্তরণ প্রক্রিয়াকে সহায়তা প্রদান করা যায়।
গৌতম আদানি, ভারতীয় কনগ্লোমারেট আদানি গ্রুপের চেয়ারম্যান এবং বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিদের একজন, বর্তমানে যুক্তরাষ্ট্রে বহু-বিলিয়ন ডলারের জালিয়াতি এবং ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভারত সরকারের কর্মকর্তাদের ঘুষ দেওয়ার মাধ্যমে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি বাগিয়েছে
২৪ মিনিট আগেব্যাংকিং খাতে যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদোন্নতি দীর্ঘদিনের প্রথা। তবে এবার নতুন নীতিমালায় আরোপিত কঠোর শর্ত—ব্যাংকিং ডিপ্লোমা, মাস্টার্স ডিগ্রি ও গবেষণাপত্র প্রকাশের বাধ্যবাধকতা—সরকারি ব্যাংকের ২৫৮ কর্মকর্তার জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৩৬ মিনিট আগেস্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলো রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রস্তাবিত মূল্য পরিশোধে আগ্রহী ছিল না। এতে চুক্তিটির বাস্তবায়ন হুমকির মধ্যে পড়ে। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ অনুযায়ী, চুক্তি রক্ষার জন্য আদানি স্থানীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে তাঁদের এই বিদ্যুৎ কিনতে রাজি করানোর সিদ্ধান্ত নেন।
১ ঘণ্টা আগেইউএনডিপির আয়োজনে গতকাল বৃহস্পতিবার ‘জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় ইউএনডিপির স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের
২ ঘণ্টা আগে